আমাদের কথা খুঁজে নিন

   

ছেলের আই কিউ মাশাল্লাহ্ খারাপ না!

আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে

কারেন্ট নেই। ছেলেকে হাতপাখা দিয়ে বাতাস করছি। ওর বয়স কাল দশ হবে। আমি অন্যমনস্ক হয়ে যদি কখনো গান গাই সে চট করে আমার মুখে হাত চাপা দেয়। জিজ্ঞেস করলে বলে আমার গাওয়া খুবই খারাপ, তাই সে হাত চাপা দেয়।

আজ অন্য বুদ্ধি করলাম। বললাম আমি যদি একটা গান গাই আর তিনজনের নাম বলি তুমি কি বলতে পারবা কে গানটা গাইছে? সে বলল আচ্ছা গাও। আমি আনন্দের সাথে বাধামুক্ত হয়ে গাইলাম “হাত বান্ধিমু, পাও বান্ধিমু আমার মন বান্ধিমু কেমনে। তোমরা যে বুঝাও গো সখি, মনে কি মানে। “ সে বলল আচ্ছা এবার তিনজনের নাম বল।

আমি একটু ভেবে তিনজনের নাম বললাম ১। রাজীব ২। নিশীতা ৩। সালমা। সে উত্তর দিল সালমা।

সঠিক উত্তর! আমি জিজ্ঞেস করলাম, গানটা কি তুমি আগে শুনেছ? সে বলল না। এবার আমার আশ্চর্য হওয়ার পালা, তা হলে কি করে বুঝলে সালমা? আপনারা কেউ আন্দাজ করতে পারেন কি করে ও বুঝল এটা সালমার গাওয়া? ছেলের উত্তরটা বলে দিচ্ছি…………… তুমি প্রথমে কিছুক্ষণ ভাবলে তারপর বললে রাজীব। তারপর আরও কিছুক্ষণ ভাবলে তারপর বললে নিশীতা। তৃতীয়বার না ভেবেই বলে দিলে সালমা। এতেই আমি বুঝে গেছি গানটা সালমা গেয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।