আমাদের কথা খুঁজে নিন

   

সেই রাতে ওর

সেই রাতে ওর ঘুম ভাঙ্গিয়ে ভুল করেছি যে ছিল বংশীবাদক সে এখন মাদকসেবক। নদী যেমন শুকিয়ে গেলে বুক ফাটে তার রৌদ্র তাপে কৃষাণ তার শীতের ফসল রোপন করে খোলা মাঠে চেয়ে থাকে উদাম দেহে, সেও ঠিক তেমনি করে ভালবেসে চেয়েছিল সুখী হতে ও আকাশ খোলা আকাশ পূবের ওই বৈরী বাতাস কেন তারে নিল কেড়ে। বেলা শেষে বেলা শেষে ঘরে ফিরে পাখি রাতেরা ফিরে আসে সন্ধ্যার কাছাকাছি নিশীগন্ধ্যা সেও জেগে উঠে করিডোরের টবে গোধূলি ফিরে আসে পৃথিবী ভ্রমনে এসে শুধু বনমালা এল না পূর্ণবার ভালবেসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।