আমাদের কথা খুঁজে নিন

   

ধরা যাবেনা,ছোঁয়া যাবে না, বলা যাবেনা কথা;রক্ত দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা ।

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

সীমান্তে পার্শ্ববর্তী দেশের সীমান্ত রক্ষী বাহিনী আমাদের ৫ শিশু এই দেশের স্থল সীমায় ঢুকে ছিনিয়ে নিয়ে গেছে,প্রায়ই পাখি শিকারের মতোই গুলি চালিয়ে মেরে ফেলে নির্দ্বিধায় বিএসএফ এই দেশের জনগণকে,যারা সীমান্তে বসবাস করে আসছে আতঙ্কে। এইদেশের জনগণের রক্ষকেরা কোন কালেই প্রতিবাদ করেনা আর আমরা যারা আমজনতা,তারা কথাও বলিনা,কারণ-কথা বলা বারণ আছে,তাতে পাশের এত বড় মুরুব্বি তারা ক্ষেপে গেলে আমাদের রাষ্ট্র যন্ত্রের চালকদের গদি নড়বড়ে হয়ে যাবে,যদিও জনগণের প্রতিনিধি আমরাই নির্বাচন করি। আমাদের কোন মাথা ব্যথা নেই দেশের সীমানা নিয়ে,যা খুশি হোক,নিজে বাঁচলেই বাপের নাম!! আমাদের ভাবনাটা কি এই টাইপের?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।