আমাদের কথা খুঁজে নিন

   

এক জন দূরদর্শী নেতা তাজউদ্দীন আহমেদ

ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।

আক্ষরিক অর্থেই এক জন দূরদর্শী নেতা ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমেদ । অর্থ মন্ত্রীর কথায় দেখা যায় তার প্রমাণ। তাজউদ্দীন আহমদই যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গটি প্রথম তুলেছিলেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শুক্রবার বিকালে জাতীয় জাদুঘরে দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীনের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী একথা বলেন। মুহিত বলেন,"স্বভাবসুলভ দূরদর্শীতা তাজউদ্দীনকে সব সময়ই চলমান ঘটনাপ্রবাহের তুলনায় এগিয়ে রাখতো। তিনি অনেক কিছুই সবার পূর্বে ভাবতে পারতেন। অন্যান্য অনেক ইস্যুর মত যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গটিও তার পূর্বে আর কেউ সুনির্দিষ্টভাবে উত্থাপন করতে পারেনি। ১৯৭১ সালে আগস্ট বা সেপ্টেম্বর মাসেই তিনি এ কথা তুলেছিলেন।

" ১৯৭৫ সালের ৫ আগস্ট তাজউদ্দীনের সঙ্গে সর্বশেষ সাক্ষাতের স্মৃতিচারণ করে মুহিত বলেন, "সেদিন তিনি আমায় বলেছিলেন- সামনের সময় বড় খারাপ। যেভাবে সময় এগুচ্ছে তাতে আমার মনে হচ্ছে আমরা সবাই বিনাশ হয়ে যাবো। " তিনি বলেন, এরপরই একে স্বপরিবারে নিহত হন বঙ্গবন্ধু, জেলের প্রকোষ্ঠে মারা যান চারনেতা। (তথ্যসূত্রঃ বিডিনিউজ ২৪ ডট কম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।