আমাদের কথা খুঁজে নিন

   

এসো স্বপ্ন দেখি

আহসান জামান

শ্রাবণ ঝরেছে আজ অঝোর ধারায় চুপচাপ চারিদিক, জলে ঢলমল নিরব শহরময়, তন্দ্রামোহন। ছুঁয়ে ছুঁয়ে খুঁজে নিই আনন্দ-আলোক এসো স্বপ্ন দেখি, বিভোর দু'চোখ। আকাশে উড়ছে মেঘ, এলোমেলো ভেলা উড়ে উড়ে মনোপাখি, ক্লান্ত ভীষণ দু'হাত পেতেছি এখন, অঘোর অঝোর এসো স্বপ্ন দেখি, বিভোর দু'চোখ। একদ্রৌঁড়ে ছুটে যাই অচীন পথে; হারাতে হারাতে যতটুকু কাছে থাকে এই পথ চলা, সেই ফেলে আসা দিন এসো স্বপ্ন দেখি, বিভোর দু'চোখ। আকাশে উঠেছে আবার রোদের মিছিল কিছু বুনোপাখি কিচিমিচি ডাক শাপলা-শালুক ফোটে, এলোমেলো মেঠোপথ এসো স্বপ্ন দেখি, বিভোর দু'চোখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।