আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউ (রাজনীতি)

অামজনতা সম্প ে র্ক সবাই জােন

বলিউডে বেশ হইচই ফেলে দেয়া মুভি Raajneeti দেখলাম। বেশ উপোভোগ্য এ মুভিটি নিয়ে কিছু শব্দমালা মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। তাই এই রিভিউ লিখতে বসা। মুভিটিকে যদি overall বিচার করা হয় তাহলে তা এই উপমহাদেশের সংঘাতময় রাজনীতির ই একটি প্রতিফলন। যদিও আমার যথেষ্ট আপত্তি আছে রনবীর কাপুর, যে কিনা বিদেশে থেকে পড়াশুনা করে, এমন একজনকে এ মুভির main character কেনো বানানো হলো তা নিয়ে।

বিদেশে পড়াশুনা করে এমন একজন মানুষ আমাদের এই উপমহাদেশীয় রাজনীতিতে এমন পরিপক্ক আচরন করবে- এটা আমার কাছে অস্বাভাবিক লেগেছে। আমি একটু character wise আলোচনা করতে চাই- নাসরুদ্দিন শাহ- অল্প সময়ের উপস্থিতি, কিন্তু এই বামপন্থী ভাবাদর্শকে মুভিটিতে পরিস্ফুটিত করা হযনি। নানা পাটেকার- সর্বদর্শী এবং এই মুভির mutualiser. ভাই-ভাই যতই কলহ করুক, কখনো সন্দেহের তীর এই চরিত্রের দিকে যায়নি। অর্জুন রামপাল- আমার মতে এই চরিত্রটিই হওয়া উচিত মূল চরিত্র। রামপালের এই Desparate mood টা দেখতে ভালো লেগেছে।

রনবীর- রনবীর এর জন্য অনেক বেশী moody চরিত্র হয়ে গেছে। একটা গুডি গুডি চরিত্রে ও বরং মানানসই। হয়ত পরিচালকের ইচ্ছে ছিল নতুনদেরকে ফোকাস করা। ক্যাটরিনা- ওর অভিনয় আমার কখনোই খুব একটা ভালো লাগেনা। আমার কাছে মনে হয়েছে, এই প্রথম ওর জন্যে অভিনয় দেখানোর সুযোগ এসেছিল।

But she missed it. নেত্রী রূপে বক্তৃতা দেয়ার জন্য যে voice টা প্রয়োজন ছিল, যে body language প্রয়োজন ছিল সেখানে ও সম্পূর্ন ব্যর্থ। অজয় দেবগন- নেগেটিভ ক্যারেক্টারে ও বেশ ভালো করে। এই মুভিতে নেগেটিভ সাইডটাকে শক্তিশালী করতে ওকে প্রয়োজন ছিল। কিন্তু ওকে ফোকাস করা হয়েছে কম এবং ডায়লগ ও সীমিত ছিল। হেলিকপ্টারের অতি ব্যবহার বিরক্ত করেছে।

নেগেটিভ সাইডটাকে সমূলে উতপাটন করাটা সিনেমাটিক হয়েছে কিন্তু রাজনীতি-সমৃদ্ধ হয়নি। মুভি হিসেবে আমদের রাজনীতির নতুন কিছু উদঘাটিত করতে পারেনি। তারপরও রোমান্টিসিজমের ত্যানা প্যাচানির অনুপস্থিতি এবং কহিনীর গতিময়তায় মুভিটি অন্য রকম স্বাদ দিতে সক্ষম হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.