আমাদের কথা খুঁজে নিন

   

আলমাহমুদ:জলের জটিলতা //মাঈন উদ্দিন জাহেদ



তোমার নত হওয়া দেখে চমকে উঠি কেনো লুকাও আলোর বৈভব ? চারদিক এখন সুনসান মধ্যাহ্ন কেনো হারাও চাঁদের কলঙ্কে ? চাঁদটা পূর্ণ হতে হতে পূর্ণিমায় এগোলে চমকে উঠি আমি ? এমন কী দুঃখ জমা ছিলো তাতে ? চমকে ওঠো কি তুমি ? জীবন না হয় জটিল গণিতে ভরা কেনো কবিতা না ভালোবেসে- গদ্যে ভাসাও তোমার ময়ূরপঙ্খী নাও? জীবন ছন্দে তুমি ভীষণ কাঁচা ? গদ্যে কাটাও- জলের জটিলতা ? পরিমার্জিতঃ২২/০৭/২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।