আমাদের কথা খুঁজে নিন

   

কোন...হালায় যে এই কামডা করল...পাইলে হালুয়া বাইর করি লাইতাম...



সকালেও সাধের ফেসবুকে লগিন করলাম,চ্যাট করলাম,স্ট্যাটাস দিলাম। সন্ধ্যার সময় বাসায় ফিরা যখনই লগিন করতে গেলাম দেখি বার বার লেখা আসতেছে আমার ফেসবুক একাউন্ট পুরা ডিজেবল করছে। কেমনে হইল,ক্যান হইল,কিভাবে হইলো কিছুই বুঝলাম না। সন্ধ্যা টু রাইত আমি আমার পিসির সামনে বইসা ফেসবুকের হোমপেজের দিকে তাকাই রইলাম। মনডাই চাইছিল চিতকার পাইরা কান্দি।

কিন্তু ফেসবুকের জন্য কান্দুম হুনলে পাবলিক হাসবো। এর লইগ্যা আর কানতে পারলাম না। শেষ মেষ আর একটা একাউন্ট খুললাম। কিন্তু দুধের স্বাদ কি ঘোলে মেটে। কই ৫৪০ ফ্রেন্ড আর কই ০ ফ্রেন্ড।

আগে চ্যাট করতে বইলেই ১০-১২ বন্ধু পাইতাম। সামু,প্রথম আলো,আমার ব্লগ,টেকটিউনস,সচলায়তন সব ব্লগের বন্ধু ছিল। আর এখন কেউ নাই। আমার নিজের বন্ধু বান্ধব না হয় পামু,কিন্তু এগুলা পামু ক্যামনে। আর যে কয়টা মনে আছে তা তো পাঠাইছি রিকোয়েস্ট,আবার বেশী রিকোয়েস্ট পাডাইলে ব্লক কইরা দিব।

কি যে করি। তাই মনের দুঃক্ষে আপনাগো লগে শেয়ার করলাম..... যদি আপনাগো কেউ আমার চিনপরিচিত থাহেন তইলে আমারে একডা রিকোয়েস্ট পাডাইয়েন। আমার ইমেইলঃ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।