আমাদের কথা খুঁজে নিন

   

পাবিপ্রবি শিক্ষার্থী-এলাকাবাসী সংঘর্ষ

শনিবার দুপুরে এ সংঘর্ষের পর ছাত্ররা প্রায় এক ঘণ্টা ঢাকা-পাবনা মহসড়ক অবরোধ এবং বেশকিছু দোকানপাট ভাংচুর করে।
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গণিত, ট্রিপল ই ও ব্যাবসায় প্রশাসন বিভাগের র‌্যাগ-ডে চলছিল।
এ উপলক্ষে একটি শোভাযাত্রা ক্যাম্পাস থেকে শহরে প্রবেশ করে। শহর প্রদক্ষিণকালে শহরের পুরাতন পলিটেকনিক্যাল এলাকায় ছাত্ররা স্থানীয় কয়েকজনের গায়ে রং ছিটিয়ে দেয়।
এতে এলাকাবাসী শিক্ষার্থীদের হামলা করলে সংঘর্ষ শুরু হয়।


এ সময় ট্রিপল ই বিভাগের ২য় বর্ষের ছাত্র কবিরসহ তিন শিক্ষার্থী ছুরিকাহত হন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ড. হাবিবুল্লাহও আহত হন।
এ খবর ক্যাম্পাসে ছাড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা কয়েকটি দোকানপাট ভাংচুরও করে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আহতদের পাবনা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  
এ ব্যাপারে গণিত বিভাগের শিক্ষক রাশেদ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় পুলিশের সহায়তায় নিয়ন্ত্রণে এনেছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।