আমাদের কথা খুঁজে নিন

   

পন্ডশ্রম!!!!!

মিথ্যে এ স্বপ্ন আকা

আমার দিন গুলো সব এমনই হয়। সকালে খুব তাড়াহুড়া করে বের হলাম। মা বললেন, কিরে খেয়ে জাবি না। শুধু মাথা নাড়লাম। ভ্যানিটি ব্যাগ গুছাতে গুছাতে সিড়ি দিয়ে নামছি প্রায় ধাক্কা খেয়ে গেলাম পাশের বাসার অন্টির সাথে, উনি মাত্র হেটে ফিরছেন।

সরি সরি বলে আবার ছুট। নিচে একটা রিক্সাও নেই, সুতরাং পদযুগলে ভরসা করে সামনে এগুলাম। আপা জাবেন?? কোথেকে দেবদুতের মত রিক্সাওয়ালা উদয় হলো জানি না। দর না করেই উঠে পড়লাম, গন্তব্য আমার স্কুল। হেড স্যার গতকালই বলে দিলেন তাড়াতাড়ি আসতে হবে, এখন মনে হচ্ছে ভালই দেরি হবে।

বদ্দারহাট মোড়ে বিসাল জ্যাম। হটাৎ মনে হলো মোবইল করে স্যারকে বলি আসতে দেরি হবে। কিন্তু হাতব্যাগ তন্ন তন্ন করে খুজেও মোবাইল পেলাম না, তাড়াহুড়োতে বাসায় ফেলে আসছি। স্কুলের মুখে পৌছে দেখি গেট বন্ধ। এই ইমু কখন থেকে ফোন করছি, আজ তো অনুষ্ঠান হবে না... পিছন ফিরে দেখি হেডস্যার।

বুঝলাম ফোনটা ফেলে না আসলে আর এই পন্ডশ্রম করা লাগতো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.