আমাদের কথা খুঁজে নিন

   

copy করে রাখুন KASPERSKY UPDATE আর ব্যবহার করুন পরবর্তীতে



KASPERSKY antivirus/internet security বেশ পরিচিত একটি নাম । অন্যান্য সকল antivirus এর মত KAV/KIS ও নিয়মিত update করতে হয় kaspersky এর একটি ফিচার হলো একে আপডেট করার পর সে আপডেট কপি করে রাখা যাই । যদি পরবর্তীতে কখনো পুনরায় KIS/KAV install করেন তাহলে নতুন করে আপডেট না করে কপি করে রাখা আপডেট ব্যবহার করতে পারেন যা আপনার সময় এবং ইন্টারনেট bandwidth (বিশেষ করে যাদের লিমিটেড ইন্টারনেট তাদের জন্য কাজের) উভয়ই বাচবে। এছাড়া ইন্টারনেট কানেকশন নেই এমন পিসি তে antivirus update করার জন্য ও ব্যবহার করা যাবে । ১.প্রথমে KAv/KIS মেইন উইন্ডো ওপেন করুন।

২.এরপর বামদিকের "My Update Centre" tab টি ক্লিক করুন। ৩.এরপর ডানদিকের উপরের কোনায় অবস্থিত "settings" এ ক্লিক করুন। ৪.এরপর নতুন window আসবে যাতে Run Mode ,Update Source, Additional etc. আসবে । Additional অংশে দেখবেন লেখা আছে "copy updates to folder".এই box টি মার্ক করুন। ৫.কাজ শেষ।

বাকি অংশ জানতে নিচের pdf ফাইলটি ডাউনলোড করুন : click on this link (যারা এই ব্যাপারে জানতেন না পোস্টি তাদের জন্য)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।