আমাদের কথা খুঁজে নিন

   

এক foreigner আর আমি...দারুন ১ টা experience.....

শুভ্রতায় ভরে উঠুক চারিপাশ......

আজ একটা দারুন experience হল..। ভাবলাম এটা সামুতে শেয়ার করি...। বিকেলে new market থেকে বাসে উঠেছি এমন সময় ৩ টা foreigner হাটতে হাটতে bus এর কাছে আসল, most probably europian হবে..২ টা মেয়ে, ১ টা ছেলে.. হেল্পারকে কি যেনো বলল। হেলপার বুজতে না পেরে আমাকে বলল--মামা একটু দ্যহেন তো কৈ যাইবার চায়? আমি উকি দিলাম দরজা ধরে : where do u wanna go? ছেলেটা বলল: প্যাসট উপিচ...ততক্ষনে ও কয়েকবার মামাকে বলে বিরক্ত। বললাম: sorry? বলল: প্যাসট উপিচ, প্যাসট উপিচ...জ্যান্যারিল প্যাসট উপিচ। এবার ওর চোখ-মুখ হল দেখার মত...যতটা পারলো স্পষ্ট করার try করল। আমি ততক্ষনে guess করছি; বললাম: national museum? passport office?? ও আবার বলল: জ্যান্যারিল প্যাসট উপিচ...জ্যান্যারিল প্যাসট উপিচ... আমি ততক্ষনে বুজতে পারলাম, general post office.....বোলতে যাব, এর মধ্যেই ও বলল: didnt u ever go to school? এটা একবারেই বুঝতে পারলাম!!!....মেজাজ তরাক করে উঠল... মনে হল ওর গালের মধ্যে দেই ২ টা চটাস করে....পরেই ভাবলাম--এমনিতেই তো হাজরও বদনাম করবে দেশে ফিরে, থাক...। তবে মেজাজ ঠান্ডা হল না; বললাম: I DO go to school....its u who cant make urself clear...its not প্যাসট উপিচ, its পোস্ট অফিছ্... আরও কিছু বলব করে, সিগনাল ছেরে দিয়েছে ততক্ষনে....উকি দিয়ে শুধু বললাম: there's no direct bus route from here, u should pick a rickshaw from there...... ওকে বলতে শুনলাম: i say 20.....they say 50....(bir bir bir bir)..... আমি তো ওর চৌদ্দগুষ্টি উদ্ধার করতে করতে আসলাম....ও যে কি করল আমার, তা ওই জানে..... শালা ফিরিঙ্গি......

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।