আমাদের কথা খুঁজে নিন

   

কী কথা তাহার সনে !



নিউইয়র্কে এবিসি সম্মেলন ( আমেরিকা বাংলাদেশ কানাডা সম্মেলন) চলছে। এই সম্মেলনকে ঘিরে নিউইয়র্ক এখন সরগরম। অনেক অতিথি , অনেক শিল্পী-গুণীজনের পদচারণা । ম্যারী লুইস একাডেমীর প্রাংগন মেতে উঠেছিল নাচে গানে কবিতায় আড্ডায়। 'কবিতা বিষয়ক আড্ডা ' অনুষ্টানটির মডারেটর এর দায়িত্বে ছিলাম আমি ।

আমাদের আড্ডার মূল প্রাণপুরুষ ছিলেন কবি শহীদ কাদরী । আড্ডায় অংশ নিলেন যায়যায়দিন এর প্রতিষ্টাতা সম্পাদক শফিক রেহমান। ভয়েস অব আমেরিকার সাংবাদিক রোকেয়া হায়দার। মহান মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার , সাবেক এম পি মাহবুবুর রব সাদী। কবিতা পড়লেন কবি তমিজ উদদীন লোদী , কবি শামস আল মমীন, কবি সালেম সুলেরী , বিশিষ্ট আবৃত্তিকার লুৎফুন নাহার লতা প্রমুখ।

শফিক রেহমানের কাছে জানতে চাইলাম , কবিতা প্রেম কে নাকি বিরহ কে বেশী ধারণ করে ? তিনি জবাব টা দিলেন , অনেকটা রাজনৈতিক । বললেন , বাংলাদেশে অনেক দিবস পরিবর্তন হয়, হয়ে যায় । শফিক রেহমান দাবী করলেন - বাংলাদেশে ভালোবাসা দিবস চালু করেছেন তিনি নিজে। বললেন , অনেক দিবস চেন্জ হয়ে গেলেও এই ভালোবাসা দিবস টি কেউ পরিবর্তন করে নি । করতে পারবে না।

আড্ডার শেষ পর্যায়ে কবি শহীদ কাদরীর হাতে সম্মাননা তুলে দেন , সম্মেলনের প্রধান অতিথি , যুক্তরাষ্ট্রের নিয়োগিত সাবেক রাষ্ট্রদূত ডঃ ওসমান সিদ্দিক । আড্ডায় শহীদ কাদরী তুলে ধরলেন তাঁর কবিতাকথা । বললেন , কবিতা চিরকাল বহমান । ছবিতে - আড্ডার শেষে কবি শহীদ কাদরীর সান্নিধ্যে গিয়ে একান্তে কথা বললেন শফিক রেহমান । উৎসুক সবাই জানতে চাইলেন - কী কথা তাহার সনে !


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।