আমাদের কথা খুঁজে নিন

   

জা.বি'র শিক্ষকের যৌন নিপিড়ন। ও কিছু কথা।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ১৭-০৭-২০১০ ==================================== জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সানোয়ার হোসেনকে সহকারী অধ্যাপক পদে পদাবনতি দেওয়া হয়েছে। একই ধরণের অভিযোগ ওঠা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক সহযোগী অধ্যাপকের বিষয়টিতে আইনগত জটিলতা থাকায় বিষয়টি হাইকোর্টে প্রেরণ করার সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত হয়। সিন্ডিকেট সভা শেষে রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির প্রথম আলোকে এ কথা জানান।

জানা যায়, যৌন নিপীড়নের অভিযোগ উঠা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগি অধ্যাপক সানোয়ার হোসেন ও একই ধরণের অভিযোগ ওঠা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক সহযোগি অধ্যাপকের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য জরুরি সিন্ডিকেট সভা হয়। সভায় সিদ্ধান্ত হয়, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সানোয়ার হোসেনকে যৌন নিপীড়নের দায়ে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে পদাবনতি দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে ২ বছরের বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষককে লাঞ্চিত করার অপরাধে বিভাগের ৬ শিক্ষার্থীর বহিস্কারাদেশ প্রত্যাহার এবং শিক্ষক লাঞ্চনার ঘটনার সঙ্গে শিক্ষার্থীদেরক বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক সহযোগী অধ্যাপকের বিষয়টিতে আইনগত জটিলতা থাকায় হাইকোর্টে প্রেরণ করার সিদ্ধান্ত হয়েছে।

হাইকোর্টে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি বিভাগের কাজে যোগ দিতে পারবেন না। ======================= লেখাটি জরুরী মনে হওয়ায়, সরাসরি কপি পেষ্ট করে দিলাম। মূলঃ Click This Link ======================== কিছু কথাঃ.................... আপনারাই বলেন, আমি বললে দূষ হবে। আমি শুধু বলতে চাই, 'অধ্যাপক সানোয়ার হোসেন' সাহেব, আপনি এখন আপনার পারা প্রতিবেশি, বাড়িতে- আপনার বিবি, বাচ্চা, ছেলে মেয়ে, আত্নিয় স্বজন ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক ষ্টাফদের সামনে আপনার মুখ কিভাবে দেখাবেন???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.