আমাদের কথা খুঁজে নিন

   

কে আছো গাজায়?



বন্ধু তোমার বিশ্বাসী মন, আমার অবিশ্বাসী, জানি তুমি ধর্মে বাঁচো, আমি সাম্যবাদী। তোমার সাথে ভাব হয় না, তোমার সাথেই আড়ি, তবুও তোমার চোখের জলে, আমিও এখন কাঁদি। বন্ধু তোমার জন্ম গাজায়, আমার সুদূর ঢাকায়, তোমায় ঘেরা দেয়াল ভেঙে, খবর আসেনা বাসায়। জানিনা তোমার নির্ঘুম রাত, নাকি আমার রাতটা বড়, জানিনা তুমি খিদে পেটে, একলা কতটা লড়। জানি এখন তোমায় ঘিরে, শত্রুরা নাচে গাজায়, এখন ওদের উন্মাদনা কি, নাৎসীদেরও হারায়? বিশ্ব তোমায় দেখছে চেয়ে, আমি চেয়ে দেখি বিশ্বকে, আমি চেয়ে দেখি তোমায় নিয়ে, মেতেছে বিশ্ব রাজনীতিতে। তাই জানি আজ তোমার বুকে, নতুন করে লড়াই বাজছে, দাও আজ কিছু স্বপ্ন তোমার, আমারও লাল নিশান উড়ছে। বন্ধু বল আজ রাত্রে, কোন দিকে তুমি দৌড়ে যাবে? বন্ধু বল কোন বাড়িটায়, আজকে তুমি আগুন দেবে? বন্ধু বল কোন মোড়টায়, ফাঁদ পাতবে শত্রু বধে, শুনতে কি পাও আমার কথা? আমিও আছি তোমার সঙ্গে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।