আমাদের কথা খুঁজে নিন

   

২৫ লাখ মুসলিমের ফেসবুক ত্যাগের হুমকি

তাশফী মাহমুদ

ইসলাম-বিষয়ক কয়েকটি পেজ সরিয়ে দেওয়ার কারণে ক্ষুব্ধ মুসলিমরা জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ত্যাগ করার হুমকি দিয়েছেন। এদের সংখ্যা প্রায় ২৫ লাখ হবে বলে ব্রিটিশ দৈনিক ডেইলি মেল জানিয়েছে। চারটি সবচেয়ে জনপ্রিয় ইসলামিক পেজ ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার পরই এই সাইটের মুসলিম ব্যবহারকারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বিভিন্ন পোস্টের মাধ্যমে তাঁদের ক্ষোভের কথা জানিয়েছেন। তাঁদের অভিযোগ, ফেসবুকের প্রতিষ্ঠাতা এই ওয়েবসাইট ব্যবহারকারী ২৫ লাখের বেশি মুসলমানের ভাবাবেগকে অগ্রাহ্য করেছেন। তাঁরা ইসলাম-বিষয়ক ওই পেজগুলো চালু করার পাশাপাশি এই নিয়ম করারও দাবি জানিয়েছেন যাতে ইসলামবিরোধী কোনো মন্তব্য ফেসবুকের শর্ত লঙ্ঘনের মধ্যে পড়ে। ফেসবুক কর্তৃপক্ষ তাঁদের দাবি না মেনে নিলে ২৫ লাখ মুসলমান মদিনা ডট কম ব্যবহার করা শুরু করবেন বলে তাঁরা জানিয়ে দিয়েছেন। ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, কয়েকটি পেজ বন্ধ করে দেওয়ার কারণ হলো, এগুলো স্প্যাম ইউজার হিসেবে ব্যবহার হচ্ছিল, যা কোম্পানির নিয়মবিরোধী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।