আমাদের কথা খুঁজে নিন

   

তসলিমা নাসরিনকে নিয়ে জাহের ওয়াসিমের মিথ্যাচার

কোনও একদিন বছর গেলে শুনি কোথাও সে বৃক্ষ হতে চেয়ে চেয়ে হয়েছেও, আমি ঘাস, ঘাসই রয়ে গেছি, ফুল ফোটাই, দিনভর আকাশ দেখি, বাঁচি।

সেদিনের জুলাইয়ের আট। সামহ্যয়ারইনে এলাম অনেক দিন পর। তসলিমা নাসরিন লিখে একটা সার্চ দিলাম। নানা পোস্ট দেখতে দেখতে হঠাৎ একটা পোস্ট চোখে পড়ল।

নাম - তসলিমা নাসরিনের দেশপ্রেমমূলক কবিতা। এই পোস্টে একটা কবিতা দেয়া হয়েছে, ভয়ঙ্কর অশ্লীল এবং উদ্ভট। তসলিমা নাসরিনের সব কবিতাসহ সব বইই আমার পড়া, সাম্প্রতিক ফরাসী ভাষার প্রকাশিত 'লিব্রে দে লা দিরে' বইটা ছাড়া। কোন বইয়েই আমি এই কবিতাটা পাইনি। তাছাড়া তসলিমা নাসরিনের লেখার ধরনটাও আমার চেনা।

ঐ কবিতাটায় তসলিমা নাসরিনের লেখার ধাঁচটাও নেই। আমি পুরোপুরি নিশ্চিত যে কবিতাটা তসলিমা নাসরিনের নয়। পোস্টটা দিয়েছে জাহের ওয়াসিম। সে এটা ছাড়াও ইন্টারনেটের আরও দু'একটা সাইটে এটা নিয়ে আরো দু'টো সহ সর্বমোট তিনটা কবিতা প্রকাশ করেছে, তসলিমা নাসরিনের নাম দিয়ে, যার একটাও তসলিমা নাসরিনের লেখা নয়। সে দাবি করেছে তিনটা কবিতাই নাকি কলকাতার 'দেশ' এ প্রকাশিত।

'দেশ' তো দূরে থাক, কোন পত্রিকা বা বইতেই ঐ কবিতা প্রকাশিত হয়নি। পারলে সে প্রমাণ দেখাক। বলুক 'দেশ'এর কত কত তারিখের ইস্যুতে কবিতাগুলো ছাপা হয়েছে। স্ক্যান্ড কপি দিক। অনলাইন লিঙ্ক দিক।

আমি তার কথা মেনে নেব। সে যদি বলে, কান ধরে একশবার উঠবস করতে, তাই করব। ঠিক করেছিলাম তসলিমা নাসরিনের সব দেশপ্রেমের কবিতা নিয়ে একটা পোস্ট দেব। গত আটদিন ধরে টাইপ করে করে আজ সকালে শেষ হল। সামহ্যয়ারে দিলামও।

কিন্তু পোস্ট প্রকাশিত হবার পর মেইন পেজে বা আমার ব্লগপাতায় পোস্টটা কিছু অক্ষরসহ দেখা যাচ্ছিল ঠিকই, পোস্ট খুলতেই সব লেখা গায়েব হয়ে যাচ্ছিল। বাধ্য হয়ে অন্য দু'টো ব্লগে পোস্টটা দিতে হল। খুব সম্ভবত অনেক বড় বলেই পোস্টটা লোড নেয়নি সামহ্যয়ারে। আপাততঃ এখানে একটা লিঙ্ক দিচ্ছি। আপনাদের যাদের খুশি এই লিঙ্কটায় গিয়ে দেখে আসবেন পোস্টটা।

তসলিমা নাসরিনের দেশপ্রেমের কবিতা আশা করি যারা হান্টিং মাঙ্কি থেকে হোমো স্যাপিয়েন্সের পর্যায়ে আসতে পেরেছে, তারা পোস্টটা পড়লেই বুঝতে পারবেন, জাহের ওয়াসিমের দেয়া কবিতাটি তসলিমা নাসরিনের লেখা নয়। এবং এও পরিষ্কার হয়ে যাবে যে কবিতাগুলো আসলে সে নিজেই লিখেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।