আমাদের কথা খুঁজে নিন

   

চালু হল দৈনিক রংপুর ডট কম (রংপুর বিভাগের মানুষ জন কি আছে ?? )

ভাল লাগার ও না লাগার কিছু কথা

আপনার আমার প্রিয় শহর রংপুর । তার চেয়ে বড় কথা আমরা এখন রংপুর বিভাগের মানুষ। রংপুর , নীলফামারী , দিনাজপুর , গাইবান্ধা , লালমনিরহাট , কুড়িগ্রাম , পঞ্চগড় ,ঠাকুরগাঁও এই ৮টি জেলা নিয়ে আমাদের রংপুর বিভাগ। রংপুর বিভাগের মানুষ আজ সারা বাংলাদেশ ও দেশ এর বাইরে ছরিয়ে ছিটিয়ে আছে । এই ছরিয়ে ছিটিয়ে থাকা মানুষদের কে নিয়ে চালু হয়েছে রংপুর বিভাগের প্রথম বাংলা ব্লগ দৈনিক রংপুর ডট কম (http://dailyrangpur.com/) ।

যেখানে আপনিও পারেন মতামত প্রকাশ পারেন । যেখানে তুলে ধরতে পারে আপনার চারপাশে ঘটে যাও নানান কাহিনি । আবার আপনার সামনে ঘটে যাওয়া যেকোন অন্যায় কাজ এর প্রতিবাদ করতে পারেন এই ব্লগ এ । আপনার লেখা কবিতা ,ছড়া , গান বা মজার কিছু । আবার আপনার মাঝে লুকিয়ে সুপ্ত প্রতিভা যেটা আপনি সহজে তুলে ধরতে পারেন এই দৈনিক রংপুর ডট ক এ ।

এছাড়া আপনি লিখতে পারেন সামাজিক ,ধর্মিও , বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি বিষযে নানান লেখা । রংপুর বিভাগ কে এগিয়ে নিতে এখন সাহায্য দরকার আপনার । ২০২১ সালে যে ডিজিটাল বাংলাদেশ প্রতাশায় এগুছে বাংলাদেশ, আসুন সেখানে রংপুর বিভাগের মানুষ হিসাবে আমরাও অংশীদার। দৈনিক রংপুর ডট কম এ আপনি লিখতে চাইলে ঝটপট একটা একাউন্ট খুলে ফেলুন আর , মেতে উঠুন দৈনিক রংপুর ডট কম । ত আর দেরি কেন ? http://dailyrangpur.com/ সদস্য হতে কাজ এখন শেষ হয় নি [ ব্লগ নিয়ে আপনাদের যেকোন মতামত বা কি করলে আর ভাল হয় এ নিয়ে মন্তব্য করবেন অবশ্যই]


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.