আমাদের কথা খুঁজে নিন

   

শেষ বিকালে কিছু মজার জোকস। (জোকস ভান্ডার থেকে সংগ্রহ করা ) পুরাতনও হতে পারে। নো মাইন্ড।

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......

০১. গরু ও ছাগল এক গরু আর এক ছাগল মাঠে ঘাস খাচ্ছিল। কথা কাটাকাটি শুরুর পর এক পর্যায়ে গরু ছাগলকে বলছে: গরু: বেটা ছাগল, তুই আসলেই একটা গরু। তখন ছাগল উত্তেজিত হয়ে বলে উঠলো: ছাগল: আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটা ছাগলের মতো কথা বলছেন। ০২. oh shit তিনবন্ধু গেছে মরুভূমিতে ঘুরতে। সেইখান ঘুরতে ঘুরতে দেখে একজন লোক মরমর।

তাকে বাচানোর জন্য অনেক চেষ্টা করল তারা। কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। লোকটা তাদের হাতে মারা গেল। তবে মারা যাবার আগেই তাদের বলল, তোমরা আমাকে বাচানোর অনেক চেষ্টা করছ। তোমাদের উপর খুশী হয়ে আমি খোদার কাছে প্রার্থনা করলাম।

হে খোদা তুমি এদের একটা করে ইচ্ছা পুরন করো। তারপর তাদের বলল তোমরা কোনো একটা উচু জায়গায় উঠবা। এরপর চোখ বন্ধ করে দিবা লাফ। লাফ দেয়ার সময় চিৎকার করে বলবা তোমরা কি চাও। খোদা তোমাদের সেটা দিবে।

কয়েকদিন পর তিনজন গেছে সুইমিং পুলে। উচু বোর্ডে উঠছে লাফ দিবে। একজনের মনে পড়ল দোয়ার কথা। লাফ দেবার সময় সে চিৎকার করে বলল- টাকা। সাথে সাথে সে শুন্যে মিলিয়ে গেলো আর গিয়ে পড়ল টাকা ভর্তি একটা সুইমিং পুলে।

দ্বিতীয়জন লাফ দেবার সময় চিৎকার করে বলল-সেক্স। সে গিয়ে পড়ল সুইমিং পুল ভর্তি মেয়ের মাঝে। তৃতীয় জন বোর্ডে উঠে ভাবছে কি চাইবে কি চাইবে। সে দৌড় দিল। লাফ দেয়ার আগ মুহুর্তে তার প্যান্ট রেলিং এ আটকিয়ে গেছে।

আর সে চিৎকার করে বলে উঠল- oh shit ০৩. চোখের সমস্য ২৪/২৫ বছরের একটা যুবক ছেলে ঢুকলো আরেক ২৪/২৫ বছরের চক্ষু বিষয়ক যুবতি ডাক্তারের কাছ। ডাক্তার রোগীকে সমস্যর কথা জিজ্ঞেস করতেই রোগী তার ডান চোখ টা বন্ধ করে আবার খুলল (যাকে বলি আমরা চো মারা)। ডাক্তার : আপনি আমাকে চোখ মারলেন কেন? রোগী : আবারো একি ঘটনা সেই চোখ মারা। ডাক্তার : দেখেন এটা কিন্তু ডাক্তার চেম্বার, কোন পাজলামি করার জায়গা না। আপনার কি সমস্য তা ঠিক করে বলুন।

রোগী : আবারো চোখ মেরে বলল, ডাক্তার আমার সমস্য তো এটাই। বি:দ্র: ৩ নং জোকসটা আমার নিজের লেখা। ভালো লাগলে জানাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।