আমাদের কথা খুঁজে নিন

   

আট নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে চক্রটি

Trying to help Distrrsed New born babies. Hope we can interchange our constructive ideas to build up a nice society

আজকের prপ্রথম আলোতে দেখলাম - প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত চক্রটি সাত বছরে পাঁচটি মন্ত্রণালয়ের আটটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে এবং সরকারি ছাপাখানা বিজি প্রেস ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) কর্মচারীদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে জড়িত। গত কয়েক দিনের খবরের কাগজের মাধ্যমে জানা গেল, এই অপকর্ম ১৯৭৯ সাল থেকে এ পর্যন্ত দাপটের সাথে কর্তাব্যাক্তিরা পরিচালনা করছে। তখনও নিশ্চয় এরকম লেনদেন, ভাগবাটোয়ারা হয়েছিল, কিন্ত এ ভাবে ফলাও করে কাগজে ছাপতে দেখি নাই। কিছু লোককে এর সাথে জড়িত থাকার জন্য সে সময় গ্রেফতার ও করা হয়েছিল। পরে অবশ্য ছাড়াও পেয়েছিল। কিন্তু এবার এমন কি হল, কোথায় বাধাগ্রস্থ হল ?, যার জন্য সমস্ত দেশ বাসিকে এই গোপন খবর ফলাও করে জানান হচ্ছে !!!!!!! যাই হউক, চক্র যখন ধরা পরেছে, শাস্তি দেওয়ার সথ সাহস টুকু জনগন যেন দেখে ও অপরাধীরা যেন শাস্তি পায় , আগের মত একই ধারায় এদের উপকার যেন না করা হয়, এই প্রত্তাশা রইল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।