আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি অবশেষে সংসদে যাচ্ছে !!!!

আমি মানুষ না অণুজীব কইতাম পারতাছিনা। বিএনপির জন্য মায়া হয়, তাদের উপর দিনদিন নতুন ঝামেলা আইসা পরে। এত ঝামেলা হইলা রাজনীতি কইরা মজা পাইব? রাজপথে পেনাল্টি খাইতে না খাইতেই এখন আবার যোগ হইল ইনজুরির মত সমস্যা, সদস্যপদ টিকিয়ে রাখা। বিএনপি এমপিরা বার বার বলছেন, সংসদে তারা সংখ্যায় কম হওয়ায় সরকারি দল আওয়ামী লীগ তাদের কথা শুনছেনা। একথা ঠিক, সংখ্যায় তারা কম।

যারা সংসদে বিরোধী দল হয় তারা সংসদে সংখ্যায় কমই হবেন। যখন বিএনপি সরকারে ছিল, তখনও যারা সংসদে বিরোধী দল ছিল তারা সংখ্যায় কমই ছিল। সংখ্যায় কম বলেই বিরোধী দল,সংখ্যায় বেশী হলে তো ক্ষমতায়ই থাকতেন। আর সংখ্যার এই বেশি বা কম সৃষ্টি করেছেন জনগন। জনগন চেয়েছে বিএনপি বিরোধী দল হিসেবে সংসদে থাকুক।

কিন্তু বিএনপির তা পছন্দ নয়। তাই তারা সংসদে বিরোধী দলের ভ’মিকা পালন করতে স্বাচ্ছন্দবোধ করে না। তারা শুধু সদস্য পদ টিকিয়ে রাখতে মাঝে মধ্যে সংসদ অধিবেশনে যোগ দেন। মউদুদ আহমেদ সাহেবের কথাটা শুইনা আমার খুব পছন্দ হইছে, “চার বছর ধরে আপনারা এককভাবে সংসদ চালিয়েছেন, বাজেট ও সমস্ত আইন এককভাবে পাস করেছেন। এই সংসদের কার্যকারিতা বলতে কিছুই ছিল না।

সুতরাং আজকে আমরা আপনাদের আহ্বানে সংসদে যাব না, আমরা আমাদের নিজেদের প্রয়োজনেই, দেশের মানুষের তাগিদেই সংসদে যাব। ” **আমার প্রশ্ন, আপনারা কার জন্য রাজনীতি করেন? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.