আমাদের কথা খুঁজে নিন

   

লিভিং উইথ ইনসোম্যানিয়া .......... [পার্ট: ১]

Everything in the world has an expirary date, even relationship.

LIFE !!! জীবনটা মনে হয় বৃষ্টির মতো, সবাই যেখানে প্রতিনিয়ত ভিজতে থাকে। মাত্র কয়েকজন শুধু সেই বৃষ্টিকে অনুভব করতে পারে, লাইফ-কে ফিল করতে পারে, বৃষ্টিস্নাত জীবনকে রংধনুর সাত রঙ-এ রাঙ্গাতে পারে। আর বাকি মানুষেরা শুধু সেই বৃষ্টির নিচে ভিজতে থাকে কারণে-অকারণে, ইচ্ছায়-অনিচ্ছায়। যেমন ভিজে গেছি আমি, আমার মতো আরো কেউ কেউ। তারপরেও শ্বান্তনা একটাই - যে ইতিমধ্যে ভিজে গেছে, তার আবার বৃষ্টিতে ভিজতে ভয় কোথায়।

জীবনটা নাকি একটা 'রেস'। প্রতিনিয়ত যেখানে আমরা একের পর এক ট্র্যাকে দৌড়ে যাচ্ছি উদ্দেশ্যহীন। অনেক সময় অনেক দৌড়ে মানুষ হেরে যায়, কিন্তু তার পাশে কেউ থাকলে নাকি সেই হারটা তার কাছে কিছু মনে হয় না। কিন্তু একটার পর একটা দৌড়ে জিততে জিততে যখন আমি সামনে তাকিয়ে দেখি আমার সাথে তা সেলিব্রেট করার মতো কেউ নেই তখন কেন যেন মনে হয় আমি আমার জীবনের দৌড়ে সত্যিই হেরে গেছি। দিনের বেশিরভাগ সময় বিষন্ন থাকি।

বিষণ্ণতার আড়ালে অব্যক্ত কিছু কষ্ট ঢাকার চেষ্টা করি। মাঝে মাঝে বর্ণহীন জীবনটাতে আমরা কেউ কেউ কান্না করে কষ্টটাকে চাপা দেই, আবার কেউ কেউ আমার মতো মৃদু হাসির মাধ্যমে তার নিজের কষ্টগুলোকে ঢাকতে চায়। কান্নায় নাকি শোক মন্দীভূত হয়, মৃদু হাসিতে মনে হয় কষ্টরা আরো বেড়ে যায়। তারপরেও ভালো থাকতে হয়। এ যেন আমাদের মিথ্যে ভালো থাকার এক ব্যর্থ চেষ্টা।

তারপরেও আমাদের ভালো থাকার অভিনয় করতে হয়। ভালো থাকার এই ব্যর্থ প্রচেষ্টা আমাদের ভিতরের কষ্টটাকে বাড়িয়ে দেয় ধীরে ধীরে। এরপর আমরা ক্রমাগত হয়ে যাই অনুভূতিশূণ্য। জীবনের এই পর্যায়ে এসে ভালো-থাকা বা না-থাকাটা হয়তো আর আমাদের ভাবাবে না। শুরু হবে এক অন্য জীবন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।