আমাদের কথা খুঁজে নিন

   

আজ সুরঞ্জনার (ব্লগের সুরঞ্জনা আপুর ) জন্মদিন!!! ( জীবানানন্দের কবিতার নয়)

যখন যা ইচ্ছে......

এই ব্লগ ভুবণেতে যত আপু আছে সবচেয়ে প্রিয় সেযে সেই মোর কাছে। এত মায়াময় প্রাণ কোথা সে যে পেলো? তার স্নেহ মমতায় হৃদয় জুড়ালো। একফোঁটা শিশিরের স্নিগ্ধতা নিয়ে পরশ বুলালো সে যে কোন সুধা পিয়ে? জীবানানন্দের সেই প্রিয় কবিতায় দেখেছি তাহার নাম জল ছবিতায়। কবিতার বই হতে নেমেছিলো আজ এই মধু রজণীতে মায়াময় সাজ। অমরাবতীর ছোঁয়া দিয়ে আজ যারে গড়েছিলো বিধাতায় যতনে যে তারে। এই শুভদিনে তারে শুভকামনায় ভালোবাসা জানালাম মোর ভাবনায়। ভালো থেকো আজীবন ঠিক তেমনি যতদিন বাঁচি ভালোবাসি এমনি। (ছবি কৃতজ্ঞতায় আমার প্রিয় ব্লগার শায়মা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।