আমাদের কথা খুঁজে নিন

   

উচ্চশিক্ষা এখন সত্যিই পণ্য

থিংক সিম্পল।

দাও আমাকে সূর্য্যের জ্যোতি দাও কিছু বৃষ্টি… দাও আমাকে আরেকটা সুযোগ… নতুন কিছু করতে সৃষ্টি। কিরে ইডিয়ট? বন্ধুর উদ্দেশ্যে হাক ছাড়লাম। তুই নতুন কি সৃষ্টি করবি। করলিতো হিন্দি গানের নকল।

বন্ধুটি বিষন্ন হাসি দিয়ে বলল –সৃজনশীল শিক্ষা ব্যাবস্থাতো আমাদের সময় ছিল না। তাই আমাদের কিছুটা নকল কিছুটা আসল দিয়ে চালাতে হয়। আর বাবার কাড়ি কাড়ি টাকা প্রতি সেমিস্টারে দিতে দিতে নতুন কিছু করার সুযোগ কি আর থাকে? এই বন্ধুটির সাথে আমিও একজন ইডিয়ট। আমি একটু বেশীই। প্রকৌশল বিদ্যার্জনে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম।

অনেকেই মনে করেন প্রাইভেট ভার্সিটিতে যারা পড়েন তাদের মেধা নেই। হয়তো অনেকের ক্ষেত্রে কথাটি সঠিক হতে পারে। তবে আমার এই বন্ধুটি একটা সুন্দর পরিবেশ এবং যথা সময়ে শিক্ষা জীবন সমাপ্তির লক্ষ্যে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়েছিল। আর আমি পাবলিক ভার্সিটিতে ভর্তির সুযোগই পায়নি। তাই বলেকি এইচ.এস.সি পাশ থেকে যাব! একদিকে স্বপ্ন ভঙ্গের হতাশা।

আরেকদিকে নতুন স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলাম প্রাইভেট ভার্সিটিতে। শিক্ষা মানুষের মৌলিক অধীকার। উচ্চশিক্ষা সে অধীকারের পর্যায়ে হয়ত পড়েনা। ভার্সিটিতে ভর্তি হবার পর তাই আমার এই বন্ধু বলেছিল। প্রাইভেট ভার্সিটিতে উচ্চশিক্ষা একটি পন্য।

এদেশের হাতে গনা কয়েকটি ভার্সিটিতে এ পন্যটি যথেষ্ট মান সম্পন্ন। তোমার দরকার না থাকলে না কেনাই ভাল। কথাটি তখন মানতে চাইনি। কিন্তু আজ মানতে হচ্ছে। সরকার প্রাইভেট ভার্সিটির উপর করারোপ করেছে।

আর ভার্সিটি করেছে শিক্ষার্থীদের উপর। এমনিতেই প্রতি সেমিস্টার ব্রেকে আমরা ভীষন চাপে থাকি। একদিকে কোর্স এর রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা। অপরদিকে নতুন সেমিস্টার এর ফি নিয়ে। বাবার সামনে কাচুমাচু হয়ে জানাতে হয় টাকা দিতে হবে।

আমার থেকে বন্ধুটির সমস্যা বেশী। কোর্স ফি সে ইন্সটলমেন্ট এ দেয়। আজ শেষ কিস্তি দেবার সময় সরকার কতৃক নির্ধারিত ভ্যাট তাকে প্রদান করতে হয়েছে। ভ্যাটের ব্যাপারটা সে তার বাবাকে জানায়নি। টিউশুনির টাকা থেকে এবারেরটা দিয়েছে সে।

এসব শুনে আমারও মন খারাপ হয়ে গেল। মাঝে মাঝে মনে হয় পড়াশুনা ছেড়ে দেই। কিন্তু আমাদের সেই সুযোগটিও নেই। এরি মধ্যে অনেক টাকা খরচ করে ফেলেছি। পাবলিকে পড়লে হয়তো বলতাম আর পারছি না।

কিন্তু প্রাইভেটে যে পারতেই হবে। তাই দু’বন্ধু মিলে আসল গানটাই গাওয়া শুরু করলাম। Give me some Sunshine Give me some rain. Give me another chance wana grow up once again তারপরেও সরকারের কাছে দাবী। সরকার যেন ভার্সিটিগুলতে ছাত্রদের সুযোগ সুবিধা। বিশেষ করে ল্যাবগুলোর মান ও মানসম্মত ফেকাল্টির ব্যাবস্থা করতে কতৃপক্ষকে সুনির্দিষ্ট নীতিমালা প্রদান করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.