আমাদের কথা খুঁজে নিন

   

এক বাচচা সাতবার দেখানো এবং বাংলাদেশ -১



গল্‌পটি সবার জানা। তাও আবার বলছি। একদা এক কুমিরের সাত ছানা ছিল। সাত ছানাকে পন্ডিত করার জন্য কুমির এলাকার বিখ্যাত পন্ডিত শেয়াল পন্ডিত এর দ্বারস্থ হল। তো ভালো কথা, শেয়াল তো খুশি মনেই তাদের গ্রহন করল।

প্রতিদিন কুমির একবার করে ছানাদের দেখতে যায়। পন্ডিত মহাশয় প্রতিদিন একটি ছানা দিয়ে তার প্রাতরাশ সারেন। প্রথম দিন কুমির বাচ্চাদের দেখতে আসল। শিয়াল প্রতিটি বাচ্চাকে একবার করে দেখাল। কিন্তু শেষের ছয় নম্মর টিকে দুবার দেখাল।

কুমির ও খুশি মনে বাড়ি ফিরল। এভাবে ষষ্ঠ দিনে যখন মাত্র একটি বাচ্চা থাকল সেদিন পন্ডিত একটি বাচ্চাকেই সাতবার দেখাল। কুমিরও খুশি মনে বাড়ি ফিরল। কিন্তু সপ্তম দিন যখন সাতটি ছানাই পন্ডিত মহাশয়ের উদরে তখন তার আর কিছুই দেখানোর ছিলনা। তাই সে দেশ ছাড়ল।

কুমিরও পাঠশালায় এসে শুন্য খাচাই দেখতে পেল। ............................................................... বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ ৩৯ বছর হতে চলেছে। বাংলাদেশের রাজনীতিতে একটা ইস্যু সর্বদা জাগ্রত ছিল। সেই ইস্যুর নাম "রাজাকার ইস্যু"। এই এক ইস্যু দিয়েই রাজনীতিবিদরা সব ভোটের তরী পার হতে চেয়েছিল এবং আমরা জনগনরাও সেই ইস্যুতেই তাদের প্রতিবার বিপুল ভোটে জয়যুক্ত করেছি।

শিয়াল কুমিরের এক ছানা সাতবার মাত্র এবং সাতদিন মাত্র দেখাতে পেরেছিল। কিন্তু আমাদের রাজনীতিকরা এক ছানাই আজ প্রায় ৪০ বছর দেখিয়ে সুবিধা লুটছেন। দেশে যেন আর কোন সমস্যাই নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।