আমাদের কথা খুঁজে নিন

   

মা কে ইনসুলিন দিচ্ছি

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

মা কে ইনসুলিন দিচ্ছি। জীবনে এই প্রথম ইনজেকশান দিতে হোল। মোটামুটি ঠিক আছে বলো আশা করি, তবুও ব্লগে ডাক্তার টেকি ভাইদের জিজ্ঞেস করছি (যদি কেই থাকেন) অথবা যাদের এই ইনজেকশান দেবার অভিজ্ঞতা রয়েছে, তাদেরঃ- সকালে ১০মিলি তারপর মার নাস্তা ২০মিঃ পর, দুপুরে কিছু না, রাতে ডোজ ভিন্ন ৮মিলি। রাতে খাবা আগে না প রে, তা প্রেসকিপশানে লিখা নেই। হাতে কুনুই এর থেকে ওপরে কাধের নিচের মাসকুলার অংশে সুই ফোটাচ্ছি।

তবে তার আগে ফৃজ থেকে ইনজেকশনের বোতল বের করে তার থেকে নির্দিস্ট পরিমান ইনসুলিন সুই দিয়ে টেনে বের করছি। ইনজেক্টরটির সুই ওপরে দিকে তাক করে বাতাস আছে কি - না নিশ্চিত করছি, থাকলে পিস্টন টিপে বাতাস বের করে দিচ্ছি(যতক্ষন না তরল ফোটা সুই দিয়ে বেরুচ্ছে)। যাদের অভিজ্ঞতা আছে, ঠিক করছি কি - না। জানানোর অনুরোধ রইল। বড়বোন প্রথম বার বলে দিতে সাহস করল না, আমারও প্রথম বার।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।