আমাদের কথা খুঁজে নিন

   

কিছু কিছু বেসরকারী বিশ্ববিদ্যালয়ের হালচাল।



হঠাৎ করে বেসরকারী বিশ্ববিদ্যালয় আর পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে ব্লগটা গরম হয়ে গেছে। সবার দেখি অনেক কমেন্টস। আমি আমার খুব পরিচিত এক নিকট জনের কথা বলছি। দেখেন তার কি অবস্থা। ঢাকার ফার্মগেটের কাছাকাছি (গ্রীণরোডের সিগন্যাল থেকে আনন্দ সিমেনা হলের মাঝে) একটা বিশ্ববিদ্যালয় আছে, যার নিচে ডাচ বাংলা ব্যাংকের বুথ আছে।

এমন একজনকে চিনি (খুব পরিচিত নিকটজন, যার আদ্য পাদ্য সব জানি মোটামোটি), যে ডিপ্লোমা পাশ করতে পারছিলো না। কয়েকটা বিষয়ে নকল করে পরীক্ষা দিয়েও পাশ করতে পারছিলো না। সে ছেলে ডিপ্লোমা পাশ করার আগেই ফার্মগেটের ঐ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। ঐ বিশ্ববিদ্যালয়ে সে নিয়মিত ছাত্র। এখন থার্ড সেমিস্টারে শেষ।

গত এপ্রিল কি মে মাসে সে ডিপ্লোমার শেষ পরীক্ষাটা দিলো, এবং জুলাইতে তার রেজাল্ট আসলো। ডিপ্লোমা পাশ করেছে সে। বিশ্ববিদ্যালয় নিয়ে সে বলল আসল কথাটা। পরীক্ষার ২ দিন আগে সম্পূন্ন প্রশ্ন দিয়ে দেওয়া হয়। যাতে সবাই পাশ করে।

যে ছেলের ডিপ্লোমা পাশ করতে ৬ বছর লাগলো, সে ডিপ্লোমা শেষ করার ২ বছর আগেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, আর ইলেক্টিক্যাল ইনজিনিয়ারিং এর মত বিষয়ে নিয়মিত পাশ করে যাচ্ছে। ব্যাপারটা খুবই আজব লাগছে। এই নকল মার্কা ইনজিনিয়ার কোন কাজে লাগবে? হয়ত সে চাকুরী পাবে ঠিকই কোনো টাকাওয়ালা মামা খালুর জোরে। কিন্তু বসে বসে মাছি মারা ছাড়া আর তো কিছু সে শিখছে না। শেষে হবে মাছি মারা ইলেক্ট্রিক্যাল ইনজিনিয়ার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.