আমাদের কথা খুঁজে নিন

   

এবং মিস্টার পল.....

হরতাল শব্দটা শুনলেই মজা লাগে...

এই বিশ্বকাপ ছিল অঘটনের বিশ্বকাপ। শুধুমাত্র ফাইনাল এ ই ছিল ১৪ টি হলুদ এবং ১ টি লাল কার্ড। ব্র্র্র্রাজিল,আর্জেন্টিনার মত হট ফেবারিট দলের বিদায় হয়ে গেল। অবশ্য বিশ্বকাপে এবার যে সবচেয়ে বেশি আলোচিত ছিল সে আর কেউ নয়, আমাদের আতি আদরের গুনিন পল সাহেব.......। তিনি তার গুন দিয়ে আমাদের যারপরনাই মুগ্ধ করেছেন। পলের ঋন আসলে শোধ করার নয়। কেননা ঘুমের কারনে যে বেচারারা খেলা দেখা মিস করেছেন,তাদের একমাত্র ভরসা ছিল পল মিয়ার ভবিষ্যত বানী..........। জয় হোক তোমার,বাবা পল...........। পরিশেষে একটি কথা বলার ছিল,বাংলাদেশের নির্বাচনের সময় যদি পল ভাই সাহেবকে একবার আনা যেত, তাহলে কমপক্ষে অনেক লোকের কষ্ট কমতো...............


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।