আমাদের কথা খুঁজে নিন

   

রাতের কবিতা

|শৈল্পিক সৌন্দর্যের লীলাভূমি|

রাতে... নিশিবাতি জ্বেলে আঁধার আরো ঘণীভূত হলে গাবপাতার তলপেটে ঝিঁঝিঁপোকার গান তারার পথ মাড়িয়ে মেঘট্রেন আকাশ কেটে ধায় মূর্তার শাদাফুলে মধুমিছিল ঝুলে ঝোলা ভারি করে বাদুর শিয়ালের আক্রমণে দিকভ্রান্ত ডাহুক সজারুর গাজর চুরির স্বপ্ন রাতে... মিহিবাতাসে হাস্নাহেনা মাখা পুকুরে বিলেকেটে যায় জোনাক পাখার নিচে সুখঘুম ছানার বাঁধন ছেঁড়া কদম পাতার নাচ রাতে... পুকুরের জল টের নাপাওয়া নববধুর সতর্কস্নান নির্ঘুম হুতুমের ব্যাথাভরা গান বেদোনার জলে ধোয়া বালিশ রাতে... ঝোপের আড়ালে পাতা মাড়িয়ে আসা ভুত বাতাসে তোড়ে ভাসা সুতাকাটা চাঁদ বিড়ালের উজ্জ্বল চোখ বারুদবক্ষেবোণা শত্রু হনণ মন্ত্র অমিত গতির উল্কার পদধূলি পথের কাঁটা সরণোর যজ্ঞ রাতে... পথকলিকে কোলে বসানো পুলিশ গণিকার রক্তাক্ত পা.. হিরোইনের সুখটান মাতালের মাইম কুকুরের দাঁত দেখানো রাগ রাতে... ট্রেনের আর্তচিৎকার এপার ওপার রাত বিনিময় প্রহরীর ভারী পকেট যুবকের পকেটকাটা সুখ মুটের ঝুড়ির সুখঘুম রাতে... ব্যস্ত প্রিন্টার একপেয়ে ল্যাম্পপোষ্ট মাথাধরা বার্তাভরা পত্রিকা প্রসব স্বপ্নমগ্ন নৈশপ্রহরী মধুহীন পুষ্পের ভ্রোমর সন্ধাণ রাতে... গুদামে জমাহয় কৃসকের সার পূবাকাশে তারার মিটমিটে হাসি অবোধের বলি কালিমন্দিরে জূয়ার আসরে গুটি তাস সূরা গানের সুর মাড়িয়ে ঢোলে আওয়াজ মঞ্চে ডেউ তোলা নর্তকীবুক রাতে... চোরের হাতে গৃহস্তের গরু দুস্থভাতার চাল কিনে পাইকার পরকীয়া লিপ্ত পড়শী ভাঙ্গা সিন্ধুক নিখোঁজ প্রহরী রাতে... টেঁটাঁয় মৃত্যুযন্ত্রণায় মাছ জালে আঁটকে খাবি খায় সাপ মিথুনে ব্যস্ত হাত টিভি জুড়ে রসলীলা প্রেমে সিক্ত মোবাইল ফোন উঁৎ পাতা ডাকাতের দল সর্বহারার আর্তনাদ রাতে... সাহসী পুলিশের দস্যু গ্রেফতার আত্মঘাতী হামলার জঙ্গী প্রস্তুতি নিরীহ হরিনের ঘাড়ে বাঘের থাবা অনাথের নিদ্রাহীন শোক রাতে... ১০ জুলাই, ২০১০ দাম্মাম। রাত অতিক্রান্ত রজনী ভোরের দুয়ারে দাড়িয়ে বোবাকান্নায় ভেঙ্গে পড়ে, ঝরায় শিশির আপ্লুত হয়ে বন্ধ নয়নে কুয়াশা জড়ায়ে লুকাতে চায় অজস্র কথা, হাজার স্মৃতির প্রাসাদ গড়েছে চাঁদের সনে, প্যাচার সনে দেখা সেই পাপিয়ার প্রেম, হুতুমের গান বাঘের দৃষ্টিতে চড়ে হরিনের সন্ধানে সাপে ধরা ব্যঙ কাঁদে, কাঁদে ইঁদুরের প্রাণ সিঁধেল চোরের প্রস্থানে পড়ে থাকা খোলাদ্বার রাতভর ঝরে ঝরে জমে থাকা খেজুরের রস পচন ধরা সমাজের আঁধারি কারবার বুকে নিয়ে প্রমাণ্য চিত্র নিথর অলস যাযাবর রাত কাঁদে, শোকে বিহ্বল পূর্বাকাশের লাল আভা বাড়ছে ধীরে ধীরে হাজার স্মৃতি প্রতি নিয়ত করে সম্বল বার বার কেঁদে কেঁদে আসে আবার ফিরে ০৬ ই আগস্ট, ২০০৬ শ্রীমঙ্গল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।