আমাদের কথা খুঁজে নিন

   

এক নজরে বিশ্বকাপ ২০১০



সেরা খেলোয়াড়: ডিয়েগো ফোরলান (উরুগুয়ে) গোল্ডেন বুট: টমাস মুলার (জার্মানি) ... সেরা তরুণ ফুটবলার: টমাস মুলার (জার্মানি) সেরা গোলরক্ষক: ইকার ক্যাসিয়াস (স্পেন) ফেয়ার প্লে পুরস্কার: স্পেন দলগতভাবে সর্বোচ্চ গোল করেছে : জার্মানি (১৬) একটিও গোল করেনি: হন্ডুরাস, আলজেরিয়া দলগতভাবে সবচেয়ে বেশি গোল হজম করেছে: উত্তর কোরিয়া (১২) ব্যক্তিগত সর্বোচ্চ গোল: টমাস মুলার, ডেভিড ভিয়া, ওয়েসলি স্নাইডার, ডিয়েগো ফোরলান (প্রত্যেকে পাঁচটি করে) দলগতভাবে সবচেয়ে বেশি শট: স্পেন (১২১) দলগতভাবে সবচেয়ে কম শট: নিউজিল্যান্ড (১৫) ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি শট: আসামোয়া গায়ান (৩৩) দলগতভাবে সবচেয়ে বেশি ফাউল করেছে: হল্যান্ড (১২৬) দলগতভাবে সবচেয়ে কম ফাউল করেছে: উত্তর কোরিয়া (২৬) ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ফাউল করেছে: কিউসুকে হোন্ডা (১৯) ব্যক্তিগতভাবে বেশি ফাউলের শিকার: আন্দ্রেস ইনিয়েস্তা (২৬) এক ম্যাচে সর্বাধিক ফাউল: ৫৫ (প্যারাগুয়ে-জাপান) দলগতভাবে সবচেয়ে বেশি হলুদ কার্ড দেখেছে: হল্যান্ড (২২) দলগতভাবে সবচেয়ে কম হলুদ কার্ড দেখেছে: উত্তর কোরিয়া (২) এক ম্যাচে সর্বাধিক হলুদ কার্ড: ১৩ (স্পেন-হল্যান্ড) দলগতভাবে সর্বাধিক পাস দিয়েছে: স্পেন (৩৮০৩) ব্যক্তিগতভাবে সর্বাধিক পাস দিয়েছে: জাভি (৬৬৯) মোট গোল: ১৪৫ মোট হলুদ কার্ড: ২৪৬ মোট লাল কার্ড: ১৭ একমাত্র অপরাজিত দেশ: নিউজিল্যান্ড

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।