আমাদের কথা খুঁজে নিন

   

জাপানকে নিয়ে লেখা কবিতা (রি পোস্ট)

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সূর্যোদয়ের দেশ জাপান সাকুরা ফুলের দেশ জাপান রং বেরং এর টিউলিপ নিয়ে এই জাপান কিন্তু এখানে সহজে মিলেনা বাংলার চা-পান। এখানে ব্যস্ততার কাঁটাতারে হিসেব কষে চলছে জীবনের গতি। নেই সময় এতটুকু কারও চেয়ে দেখে অন্য জীবনের ছবি। ছুটছে মানুষ বলগাহারা জীবনের রথ যেন বাঁধনহারা রক্তের টান ডাকেনা পিছু সুদূর গন্তব্যের কাছে তুচ্ছ সবকিছু। সন্তানের সাথে গড়া নাড়ির বন্ধন শুনেনা তারা বাবা-মায়ের ক্রন্দন। ফেলে আসা গ্রাম-পথ-ঘাট-ফসলী জমি বাবা-মায়ের বেঁচে থাকার একমাত্র স্বর্গভূমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।