আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় আমেরিকানদের কাছে ক্ষমা চাইল টাইম



ভারতীয় আমেরিকানদের কাছে ক্ষমা চাইল টাইম নতুনদেশ ডটকম স্বানামধন্য 'টাইম' সাময়িকী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। টাইমে প্রকাশিত সাংবাদিক জয়েন স্টেইনের লেখা কলামের বক্তব্যে বিশেষভাবে নিউজার্সির বিপুল সংখ্যক ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এই ক্ষোভের পরিপ্রেক্ষিতে টাইম সাময়িকী ভারতীয় আমেরিকানদের কাছে ক্ষমা প্রার্থনা করে। খবর পিটিআই। টাইম সাময়িকী জানায়, সাংবাদিক স্টেইনের রসাত্মক কলাম 'মাই ওন প্রাইভেট ইন্ডিয়া' প্রকাশিত হওয়ায় বিপুল সংখ্যক ভারতীয় আমেরিকান ক্ষুব্ধ হয় এবং টাইমের ক্ষমা প্রার্থনা দাবি করে।

এরই পরিপ্রেক্ষিতে টাইম তার পাঠকদের কাছে নিবন্ধটি প্রকাশের জন্য আনত্মরিক দুঃখ প্রকাশ করছে। নিবন্ধে স্টেইন তাঁর নিজস্ব মতামত প্রকাশ করেছেন। নিউজার্সির তাঁর নিজস্ব শহর এডিশনের চেহারা মানুষের ঢলের কারণে কি রকম পরিবর্তন হয়েছে তারই বর্ণনা করেন। নিউজার্সির প্রতি ৫ জনের একজন ভারতীয় বংশোদ্ভূত। এই নিবন্ধ প্রকাশিত হওয়ার পর ভারতীয় বংশোদ্ভূতরা টাইম ও সিএনএন-এর কাছে অনলাইনে আবেদন করে যাতে তাদের অনলাইন এডিশন থেকে এই লেখাটি বাদ দেয়া হয়।

আবেদনে বলা হয়, টাইমের মতো বিশিষ্ট পত্রিকার উচিত নয় এ ধরনের লেখা প্রকাশ করা। তারা এ জন্য টাইম সাময়িকী সাংবাদিক স্টেইনকে ক্ষমা প্রার্থনা করার দাবি জানিয়েছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.