আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুক ফ্রেন্ড......

আমি অনেক ভালো
আমাদের সবারই অনেক রকম হবি থাকে...যেমন গান গাওয়া...বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া...আড্ডা মারা...ইত্যাদি...কিন্তু ঝুমকীর হবি হচ্ছে নতুন নতুন ছেলেদের সাথে বন্ধুত্য করা...তবে সেখানে একটা সমস্যা আছে...৫-৬ মাস পর পর সে বন্ধু বদল করে...ওর নাকি বোরিং লাগে একজনের সাথে এতদিন কথা বলতে...যাই হোক এভাবেই বন্ধু বদল করার মাঝে চলে যাচ্ছিলো ঝুমকীর জীবন...কিন্তু একের পর এক বন্ধু বদল করতে করতে ছেলের অভাব শুরু হয়ে গেল...এখন কি উপায়? তখন ফেইসবুক অনেক জনপ্রিয় ছিল...ঝুমকী ভাবল এইবার ফেইসবুক দিয়ে বন্ধু বের করব...তাই ঝুমকী তাৎক্ষনিক ফেইসবুক এ আইডি করে ফেললো এবং প্রথম দিনই সুন্দর দেখে কয়েকটা ছেলেকে এ্যাড করে ফেলে...আস্তে আস্তে ওর অনেক গুলো নতুন বন্ধু হয়ে যায়...ঝুমকী যদিও দেখতে তেমন ভাল না কিন্তু প্রোফাইল পিক টা এডিট করে দেওয়ায় কেউ কিছু বুঝতে পারেনি... ওর নতুন বন্ধুদের সাথে ভয়েস চ্যাট ও হয়ে যায়...ছেলেরা ত ওর প্রশংসা করতে করতে শেষ...ও নাকি দেখতে অনেক সুন্দর...ওর গলার স্বরটা অনেক মিষ্টি...ও এত সুন্দর করে কথা বলে...ইত্যাদি ইত্যাদি... এইসব শুনে ত ঝুমকী পুরাই পটে গেছে...মনে মনে ভাবে...আমি যে এরকম আমি নিজেই জানতাম না... ও সবসময় বাসায় একটু চিল্লাচিল্লি করতো...তাই ওর আম্মু ওকে বলতেন "তোর গলার স্বর শুনলেই সবাই পালাই যাবে..." ও কিছুই বলতো না আফসোস করা ছাড়া... কিন্তু ছেলেদের প্রশংসা শোনার পর থেকে যখনই ওর আম্মু ওই কথা বলত তখন ও মনে মনে বলত..."তুম ক্যায়া জানো মেরি আওয়াজ ক্যায়সি হ্যায়...ছাব লাড়কে মেরি আওয়াজ কি দিওয়ানা হ্যায়..." একদিন এক ছেলে ওকে বললো...তোমার গলা তো অনেক সুন্দর...তুমি গান গাও না কেন... এই কথা শুনে ঝুমকী ভাবলো আসলেই ত...আমি গান গাই না কেন... ও ওর গান মোবাইল এ রেকর্ড করল...কিন্তু যেইনা ওর গান শুনতে গেলো..."হায় হায় এইটা কে...আমি নাকি...আমার গলার স্বর এইরকম... তাইলে সবাই কেন বলে আমার স্বর কোকিলের মত মিষ্টি..." তখন ও বোঝল সবাই ওকে মিথ্যে কথা বলে পটানোর জন্য...আর ও মিথ্যে কথা একটুও পছন্দ করে না... এরপর থেকে আর কেউ যখনি ওর গলার স্বর নিয়ে প্রশংসা করতে গেছে...আমাদের ঝুমকী বেগম গালাগালি করে ওর চৌদ্দ গোষ্টী উদ্ধার করে ছাড়ছে... পরের পর্বঃ ঝুমকীর ফেইসবুক প্রেম...♡
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।