আমাদের কথা খুঁজে নিন

   

হতাশ-বিধ্বস্ত মরিনিয়ো

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কিংস কাপের ফাইনালে দল তো হেরেছেই, রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় মরিনিয়ো লাল কার্ডও দেখেছেন। খেলা শেষে হতাশ-বিধ্বস্ত মরিনিয়ো বলেন, “আমার কোচিং-জীবনের এটাই সবচেয়ে বাজে মৌসুম। এবার মাত্র্র একটি শিরোপা জিততে পেরেছি। তবে এটা আমার বা রিয়াল মাদ্রিদের মতো দলের জন্য যথেষ্ট নয়। ” “এটা আমার জন্য বাজে একটা মৌসুম ছিল।

এবার আমরা একটা প্রতিযোগিতার ফাইনাল ও আরেকটির সেমিফাইনালে উঠেছি। আরেকটিতে রানার্স আপ হয়েছি এবং স্প্যানিশ সুপার কাপ জিতেছি। ” মৌসুমের শুরুতে রিয়াল-বার্সেলোনার স্প্যানিশ সুপার কাপের দুই লেগ শেষে ৪-৪ সমতা থাকলেও প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে চ্যাম্পিয়ন হয়েছিল মরিনিয়োর দল। প্রথম লেগে স্বাগতিক বার্সা ৩-২ এবং ফিরতি লেগে স্বাগতিক রিয়াল ২-১ গোলে জিতেছিল। ভিন্ন দুটি দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মরিনিয়ো ২০১০ সালে রিয়ালে যোগ দেন।

তার অধীনে প্রথম মৌসুমে কিংস কাপ ও গত মৌসুমে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করে রিয়াল। কিন্তু এই মৌসুমের পারফরম্যান্সে মরিনিয়ো মর্মাহত। তিনি বলেন, “রিয়ালে আমার তৃতীয় মৌসুম ব্যর্থ মৌসুম হিসাবেই বিবেচিত হবে। এটা একটা বিপর্যয়। অনেক কোচের জন্য এটা হয়তো ভালো মৌসুম হতো।

কিন্তু আমার জন্য সবচেয়ে খারাপ। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।