আমাদের কথা খুঁজে নিন

   

স্পেনের ফুটবলে ব্রাজিলীয়ান ছন্দ..........................

সব লেখার স্বত্ব লেখকের সংরক্ষিত

ব্রাজিলের ছন্দময় ফুটবলের ভক্ত বিশ্বজুড়ে। যারা ফুটবল খেলাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে জেগো বনিতার সেই দেশের ফুটবল ডুন্গার হাত ধরে যাত্রা শুরু করেছে ইতালির মত ইউরোপের বিরক্তিকর ফুটবলের দিকে। আমরা যারা ফুটবল খেলায় ব্যক্তি পুজার বাইরে গিয়ে ভাল ফুটবলের সমর্থন করতাম তারা ব্রাজিলের এই উল্টা যাত্রায় চরম হতাশ , সন্দেহ নেই। তবে স্পেন চমকে দিয়েছে। সেই পুরান দশক গুলোর ব্রাজিল যেন।

দারুন ফুটবলে মন ভরে দিয়েছে তারা। ডুংগা ব্রাজিলীয়ান খেলাটা বদলে দিতে যুক্তি দিয়েছিল সুন্দর ফুটবল খেলে হেরে লাভ নেই, খারাপ ফুটবল খেলে যদি জেতা যায় সেটাই ভাল। স্পেনের সুন্দর ফুটবলের জয় ডুংগার জন্য একটা চমৎকার জবাব। বার্সেলোনা থেকেই মূলত: এই সুন্দর ফুটবলটার পূর্নজন্ম। এক দল চমৎকার ফুটবলার ছোট ছোট পাসের ওয়ানটাচ ফুটবলে মুগ্ধ করে দিয়েছিল বিশ্বকে।

তাদের একটা বড় অংশ স্পেন ফুটবল দলের প্রাণ। ঐ দিকে হল্যান্ড তার চিরচারিত সুন্দর ফুটবল বাদ দিয়ে খেলছে ইউরোপিয়ান কার্যকারী ফুটবল। আশাকরছি জাভি ইনিয়াস্তা ভিয়ার কারিশমায় সুন্দর ফুটবলের জয় হবে, ফুটবলে জেগো বনিতা ফিরিয়ে আনার জন্য সেটার ভীষন দরকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.