আমাদের কথা খুঁজে নিন

   

খণ্ড খণ্ড অখণ্ড

পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত

বেশ তো ছিলাম একা একাকী দিনে, একাকী রাতে বৃষ্টির আগে পরিশ্রান্ত মেঘের মতো জলতরঙ্গের আগে নিঃসঙ্গ জলের মতো একাকী মেঘে, একাকী ফোটায় বেশ তো ছিলাম একা অনির্বাচিত চুমুকাল শেষে শ্রমিক ঠোঁটের বিনীত জিজ্ঞাসায় দারুচিনির অনামিকা ভাঙার আগে জলজ জিহ্বায় বেশ তো ছিলাম একা রাত্রি মৈথুনের ফর্সা কবিতায় নিশ্চিত প্রত্যাবর্তনের শতভাগ চক্রসুদে ব্যাংক ও বীমার গোপন রহস্যে। বেশ তো ছিলাম আত্ম সংগমের গোপন আনন্দে বাথট্যাবের কামুক জলে উপুড় শরীরে তোশক তোষণে। অথচ এখন খণ্ড খণ্ড অখণ্ড সেই একাকী সেই একাকী হঠাৎ দাঁড়িয়েছে শহরের যাবতীয় মুদির মোড়কে। সেই একাকী ঘিরে সহস্র চোখ- দেখছে প্যান্টে, শাড়িতে, কামিজে এখন একাকী দিন নেই, একাকী রাত নেই, একাকী তুমি নেই একাকী ভোর ব্যস্ত ভীষণ! এখন শুকনো জলের কল থেকে জলজের স্খলন চলছে অবিরাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।