আমাদের কথা খুঁজে নিন

   

*** ষড়ঋতু মন ***

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)
গ্রীষ্মের ক্ষরতাপে শুষ্ক এ হৃদয়ের মাঠে ভুল করে অসময়ে আবেগের বীজ বুনে শুরু করা ভালবাসার চাষ ..... জানি তা হবেই অঙ্কুরে বিনষ্ট চোখের জলে ভেজা স্যাঁতস্যাঁতে মন কিছুতেই আর ভাল লাগে না এখন বর্ষার অঝর ধারায় ভেজা নীড় হারা এক শালিকের মতন... শরতের আগমনে আকাশে বাতাসে কাশফুলের শুভ্রতার আভা অস্থির এ মনে জড়িয়ে আছে ঝিঝি ডাকা অামাবস্যা রাতের মায়া ... চারিদিকে শুধু সাজ সাজ রব হেমন্তের আগমনে উৎসবের ভাব আনন্দের যেন নেই কোন সীমা তবুও কেন চোখে জল বুঝি না... হৃদয়ে বইছে আজ শীতের বাতাস সবখানেই শুধু শুষ্কতার আভাস ফাটল ধরেছে যেন সুখের দেওয়ালে বিশ্বাসও ভয়ে লুকিয়েছে আড়ালে ... বসন্তের ভেলায় চড়ে গোধূলীর আকাশে জমেছে আজ নানা রং এর মেলা পাখিদের গান প্রজাপতি আর ফুলের খেলা তবুও যে একা একা কাটে না এ বেলা ...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।