আমাদের কথা খুঁজে নিন

   

ঐশি'রা একদিনে তৈরী হয় নি।

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

অলস বসে আছি । সময় মোট কাটছে না। তাই ভাবছি কি নিয়ে লেখা যায় । মাথায় এলো ঐশি ? মনে হাজারো প্রশ্ন কেন মেয়েটি তার পিতা-মাতাকে হত্যা করলো।

প্রিন্ট মিডিয়া, ইলেকটি মিডিয়া, ব্লগ সর্ব স্থানেই ঐশি নষ্ট,খারাপ,মাদকাশক্ত,দুশচরিত্র ইত্যাদি বিষয় গুলো সামনে এসেছে । আমার প্রশ্ন কিন্তু কেন ১৭ বছরের একটি মেয়ে এমন হোলো। আমার অনুসন্ধানী মন বলছে এর জন্য দায়ী আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা। আমাদের এ যান্ত্রিক সমাজ ব্যবস্থা যে, কত ভংগুর তা দেখতে বেশীদুর যেতে হবেনা। আমাদের নাগালের মধ্যে কিছু বৃদ্দাশ্রমে গেলে এর প্রকৃত ছবি ফুটে উঠবে।

যে দরিদ্র মাষ্টার পিতা,সমাজের উচু শ্রেণীর আমলা তাদের ছেলে-মেয়েকে মানুষ করেছে । একদিন বড় হয়ে সে ছেলেই বাবা-মাকে বৃদ্দাশ্রমে রেখে আসার মত দুসাহস দেখায়। সে সমাজ ব্যবস্থা ঐশি'রা সৃষ্টি হবেনা এ কথা কি ভাবে ভাবতে পারি। যদি সঠিক সামাজিক অনুসন্ধানী মন নিয়ে ঐশিদের পরিবার সম্পর্কে খোজ নেয়া হয় । তখন দেখা যাবে ঐশিদের পরিবারে তার দাদা-দাদী-কাকা-কাকী-ফুফু ইত্যাদির কোন মূল্য ছিলনা।

তারা শুধু স্বামী-স্ত্রী ২ জন নিয়ে সংসারী হয়েছেন। তারা যৌথ পরিবারের অংশদীর ছিলেন না। ছিলেন যৌথ পরিবার থেকে সম্পূর্ণ আলাদা জগতের বাসিন্ধা। যে কারনে ঐশি সৃষ্টি হয়েছে। যদি তারা যৌথ পরিবারের সদস্য হতেন তাহলে ঐশি কোন ভাবে খারাপ হতে পারতোনা বলে আমার বিশ্বাস।

মেয়েটি যখন একটি ভুল করতো, মা-বাব বকা দিলে দাদা-দাদী তা ম্যানেজ করতেন অথবা পরিবারের অন্য কোন সদস্য তা সমাধা করে দিতেন । আমার মনে হয় ঐশির বাবা-মা ছিলেন নিজেদেরকে নিয়ে বেশী ব্যস্ত। কাজেই সময় এসেছে যৌথ পরিবারের যথা দাদা-দাদী-ফুফু-কাকাদের সম্মান করা। না হলে ঐশি'রা আরো সৃষ্টি হবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।