আমাদের কথা খুঁজে নিন

   

আমার বিশ্বকাপের সেরা একাদশ(বিশ্বকাপ পরবর্তী)

অসীম ব্যাসার্ধের একটি বৃত্ত, যা এখনও সরলরেখায় পর্যবসিত হয় নি

বিশ্বকাপের সেমিফাইনাল শেষ। গোল্ডেন বলের সিলেকশন নাকি হয় সেমিফাইনাল পর্যন্ত পারফর্ম্যান্সের ভিত্তিতেই। তাই সাহস করে ফাইনালের আগেই দিয়ে ফেললাম আমার সম্ভাব্য সেরা একাদশ। পক্ষে-বিপক্ষে সবার গঠনমূলক মতামত আশা করছি। আর হ্যা,বড় নাম নয়,এবারের বিশ্বকাপে বড় পারফর্ম্যান্সকেই গুরুত্ব দিলাম একাদশ গঠনের ক্ষেত্রে।

গোলকিপারঃ ইকার ক্যাসিয়াস(স্পেন) ডিফেন্ডারঃ ফুলব্যাকঃ মাইকন (ব্রাজিল),ফিলিপ লাম(জার্মানী) সেন্টার ব্যাকঃ ডিয়েগো লুগানো(উরুগুয়ে),কার্লোস পুয়োল (স্পেন)। মিডফিল্ডারঃ হোল্ডিং মিডফিল্ডারঃ বাস্তিয়ান শোয়েনস্টাইগার(জার্মানী) লেফট মিডফিল্ডারঃ আন্দ্রেস ইনিয়েস্তা(স্পেন) সেন্ট্রাল মিডফিল্ডারঃ ওয়েসলি স্নাইডার(নেদারল্যান্ডস) রাইট মিডফিল্ডারঃ আরিয়েন রোবেন(নেদারল্যান্ডস) স্ট্রাইকারঃ ডিয়েগো ফোরলান(উরুগুয়ে),ডেভিড ভিয়া(স্পেন) ম্যানেজারঃ জোয়াকিম লো(জার্মানী) পছন্দের ফর্মেশনটা দাড়াচ্ছে এ রকম- ৪-১-৩-২ যাদেরকে একাদশে রাখতে পারলাম না- মার্টিন স্টেকলেনবার্গ(নেদারল্যান্ডস) সার্জিও রামোস(স্পেন) লুসিও(ব্রাজিল) থমাস মুলার(জার্মানী) মেসুট ওয়েজিল(জার্মানী) লিওনেল মেসি(আর্জেন্টিনা) কোইসুকে হোন্ডা(জাপান) বিশ্বকাপের আগে ১ টা সম্ভাব্য সেরা একাদশ দিয়েছিলাম। তুলনা করে দেখতে পারেন। হয়ত মজা লাগবে। পাঠকদের কাছে জানতে চাচ্ছি,কে হবেন আপনার পছন্দের গোল্ডেন বলজয়ী? আমার ভোট গেল স্নাইডারের বাক্সে।

ফাইনাল উপভোগ্য হোক,জয় হোক ফুটবলের............. আপডেটঃযারা মন্তব্য করেছেন তাদের মধ্যে থেকে গোল্ডেন বলের ভোট গেছে- ডেভিড ভিয়া-৪ ডিয়েগো ফোরলান-২ ওয়েসলি স্নাইডার-৩(আমারটা সহ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।