আমাদের কথা খুঁজে নিন

   

ইভটিজিং বিরোধী জাতীয় সংগীত চাই? আমি শুনছি বা শুনতে বাধ্য হচ্ছি।



ওহ এইমাত্র থামল। দুরে একটা বিল্ডিংএর ছাদে গাণ বাজনা হচ্ছিল। কি জানি কেন? বিয়ে টিয়ে হবে। কিন্তু হঠাত গাণ গুলো কেন জানি বেশ পছন্দ হয়ে যাচ্ছিল। শুনছি ইদানিং বেশ ইভটিজিং নিয়া সরকার, সুশীল আলো ইত্যাদি তোড়জোড় করছে।তো এটা নিয়া একটা সংঘীত হোয়া দরকার মনে করলাম। দেখেন তো কোনটা পছন্দ হয়- ১. ও টুনির মা তোমার টুনি কথা শুনেনা... আমায় চেনে না। টুনি ইশকুলে যাইব টুনি বারান্দায় আইবো... টুনিরে দেইখা আমার পরাণ জুরাইব।... আইস্ত্রিম খাইব... মডেল করব ..... etc etc ২. চাইনা মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারো নও.... পারলে আরো সাজেস্ট করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.