আমাদের কথা খুঁজে নিন

   

‌‌মাদককে না বলুন এব‍ং প্রথম আলো............!



‌সকাল থেকে দুপুর অব্দি ক্লাস অন্তে যানযটের পুলসিরাত পার হয়ে বাসায় এসে ভুয়ার ধারাবাহিক খাবারের প্রায় অযোগ্য খাদ্য গলাঃধকরণ করার পর প্রথম আলো উল্টাতে গিয়ে মেজাজটা বিগড়ে গেল। মাদককে না বলো, স্লোগানে কজন স্বনামখ্যাত তারকাকে নিয়ে গর্ব ভরে কালার ফটোসহ প্রতারণার ফাঁদ পেতে হাজির গীতিকার এবং আনন্দ এর বিভাগীয় সম্পাদক কবির বকুল। জাহিদ হাসান, মীম, অপি করিম, আব্দুন নূর তুষার, মেহরীন, আসিফ এবং আইয়ুব বাচ্চুকে প্রথম আলো চট্টগ্রামে পাঠিয়েছে মাদক তাড়াতে। তাদের আয়োজনের ঘনঘটা দেখে বিবেকবান মানুষ মাত্রই বুঝতে পারবে- যতোটা না মাদককে না বলো তার চেয়ে বেশি করে প্রথম আলোকে হ্যাঁ বলো। উপরোক্ত অনেকের কাছাকাছি যাওয়ার বেশ কবার দুর্ভাগ্য আমার হয়েছে।

আমি শুধু এখানে জাহিদ ভাইয়ের কথা বিশেষ ভাবে বলবো। বাকিটা সবাই অনুমান করে নিবেন আশা রাখছি। জাহিদ ভাইকে আমি দেখেছি সে একের পর এক বেনসন সিগারেট ধরিয়ে যাচ্ছে এবং বাস্তবে তাঁর ঠোঁট জন্ম অন্ধ লোকও অনুমান করতে পারবে। তাছাড়া হুমায়ুন আহমেদের বল পয়েণ্ট কেউ পড়ে থাকলে সহজে বুঝতে পারবেন জাহিদ হাসান কি পরিমাণ ধুমপান করে থাকে। তাই আমাকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারলে তার কাছে কৃতজ্ঞ থাকবো।

তাই ধুমপান কারীদের দিয়ে ধুমপানের বিরুদ্ধে কাজ করানোর দায় প্রথম আলো কিছুতেই এড়াতে পারে না....................................................?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।