আমাদের কথা খুঁজে নিন

   

কিঞ্চিত আইয়ুব বাচ্চু(এল.আর.বি - ) সমগ্র

নাল ভেক্টর

হকার পেপার পেপার পেপার পেপার একটি হকার কেউ নেই তার সকাল হলেই ছুটোছুটি আর চিৎকার করে বলে পেপার পেপার দিনের শেষে রাত্রি এলে ক্লান্তিতে হকার ঘুমিয়ে পরে একটুও ভাবে না ভাবতেও চায় না সারাদিন সে বিলি করে কত নতুন নতুন ঘটনা সে শুধু জানে বাঁচতে হবে বাঁচার তাগিদে তার সব ভাবনা সকাল হলেই বলে পেপার পেপার পেপার পেপার কোন একদিন পেপার খুলে চেয়ে দেখি হকারের ছবি পেপারে সেই হকার যাকে আমি জানি কতোনা খবর সে বিলি করেছিলো মানুষের জন্য মানুষ হয়ে সে শুধু জানতো বাঁচতে হবে সৎ ভাবে আর সৎ উপায়ে হঠাৎ একটি দানব ট্রাক কেড়ে নিলো প্রান সেই হকারের সব চুপচাপ সব চুপচাপ এই রূপালী গীটার ফেলে একদিন চলে যাবো দূরে বহুদূরে সেদিন থেকে অশ্রু তুমি রেখো গোপন করে মনে রেখো তুমি কতরাত কতদিন শুনিয়েছি গান আমি ক্লান্তিবিহীন অধরে তোমার ফোটাতে হাসি চলে গেছি আমি সুর থেকে কত সুরে শুধু ভেবো তুমি অপরাধ ছিল তাই কাঁটিয়েছি রাত্রদিন নিদ্রাবিহীন বেদনা আমার হয়েছে সাথীনি চলে গেছি আমি কোন স্মৃতি দূরে ফেরারী এ মন ফেরারী এ মনটা আমার, মানে না কোন বাঁধা, তোমাকে পাওয়ারই আশায়, ফিরে আসে বারে বার। কখনও ভাবিনি আমি, ব্যথা দিয়ে তুমি চলে যাবে কি জানি কি ভুল ছিল আমার, আমাকে কেন গেলে কাঁদিয়ে। তাই আমি ফিরে আসি বারে বার। যে পথে হারিয়েছি তোমায়, সেই পথে খুঁজে আমি যাবো অভিমান করে থেকো না, অপবাদ দিয়ে যেও না। তাই আমি ফিরে আসি বারে বার।

কষ্ট পেতে ভালোবাসি কোন সুখের ছোঁয়া পেতে নয় নয় কোন নতুন জীবনের খোঁজে, তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয় আশা নয় না বলা ভাষা নয়, আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। বুকের এক পাশে রেখেছি জ্বলহীন মরুভুমি, ইচ্ছে হলে যখন তখন, অশ্রুফোটা দাও তুমি তুমি চাইলে আমি দেব, অথই সাগর পাড়ি। আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। যখন আমার কষ্টগুলো প্রজাপতির মত উড়ে বিষাদের সবকটা ফুল চুপচাপ ঝরে পড়ে, আমার আকাশ জুড়ে মেঘ, ভরে গেছে ভূলে। আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি।

তিন পুরুষ এক পুরুষে করে ধন এক পুরুষে খায় আরেক পুরুষ এসে দেথে থাওয়ার কিছু নাই আমার তিন পুরুষ। । দাদা-দাদী, নানা-নানী আরতো বিশেষ নাই, বাবা-মা’র পরে আমি আমার পরে নাই/ দুনিয়াতে এসে দেখি ধন সম্পত্তি নাই । । এই দুনিয়ার কোন কিছু সংগে যাবে না তিন পুরুষের এক পুরুষে কথা বলে না শেষ পুরুষের ভাগে তবু ভিটা মাটি নাই ।

। কি করে বললে কি করে বললে তুমি তোমাকে হঠাত করে ভূলে যেতে, কি করে ভাবলে তুমি আমাদের এতদিনের সবি ছিল পাগলামি। তোমাকে ভেসেছিলাম ভালো সেই ভাবনায় থাকত পড়ে মন তোমাকে বোঝার সময় গেছে কখন বুঝিনি আগে। আজ হেয়ালী সর্বনাশের, স্বপ্নলীপি ছিড়ে গেছে আজ যদি সব বল মিছে তোমার কথা মানবোবা আমি তোমাকে ভেসেছিলাম ভালো সেই ভাবনায়, থাকত পড়ে মন তোমাকে বোঝার সময় গেছে কখন বুঝিনি আগে। সেই তুমি সেই তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম, কেমন করে এত অচেনা হলে তুমি কেমন করে এত বদলে গেছি এই আমি।

ও বুকেরি সব কষ্ট দুহাতে সরিয়ে চল বদলে যাই, তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটূকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায়। কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে শূণ্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে নাও। যতবার ভেবেছি ভূলে যাবো তারও বেশী মনে পড়ে যায়, ফেলে আসা সেইসব দিনগূলো ভূলে যেতে আমি পারিনা। সে তারা ভরা রাতে সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে, তোমাকে আমার মনের ব্যাথা তুমিতো বলেছ শুধু, তোমার সুখের কথা। আমি অনেক পথ ঘুরে ক্ষয়ে ক্ষয়ে অন্ধকারে, তোমার পথের দেখা পেয়েছি, আর হৃদয়ের মাঝে তোমায় কাছে আমি চেয়েছি।

আজও হলোনা বলা আমার না বলা কথা। আমি অনেক ব্যাথা সয়ে ছল ছল চোখের জ্বলে তোমার চলে যাওয়া দেখেছি, আর রাতেরও আধারে, মনের দুঃখে আমি কেঁদেছি। আজও হলোনা বলা আমার না বলা কথা। মেয়ে তুমি কি দুঃখ চেনো মেয়ে তুমি কি দুঃখ চেনো চেনো না মেয়ে তুমি কি আকাশ চেনো চেনো না তবে চিনবে কেমন করে আমাকে মেয়ে তুমি ঝড় কি বোঝো বোঝো না মেয়ে তুমি রাত কি বোঝো বোঝো না তবে বুঝবে কেমন করে আমাকে মেয়ে তুমি পথ কি চেনো চেনো না মেয়ে তুমি পথিক চেনো চেনো না তবে খুঁজবে কেমন করে আমাকে তবে চিনবে কেমন করে আমাকে মেয়ে তুমি দুঃখ চেনো চেনো না মেয়ে তুমি ঝড় কি বোঝো বোঝো না তবে বুঝবে কেমন করে আমাকে তবে চিনবে কেমন করে আমাকে মেয়ে তুমি চিনবে কেমন করে আমাকে বলো মেয়ে তুমি বুঝবে কেমন করে আমাকে মেয়ে… মেয়ে তুমি কি চিনতে পারো ফুলের বাগান মেয়ে তুমি কি বুঝতে পারো স্পর্শ আমার তুমি বুঝবে কেমন করে আমাকে তবে চিনবে কেমন করে আমাকে মেয়ে তুমি কি দুঃখ চেনো চেনো না মেয়ে তুমি কি আকাশ চেনো চেনো না তবে চিনবে কেমন করে আমাকে এখন অনেক রাত এখন অনেক রাত খোলা আকাশের নীচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে তাই আমি বসে আছি দরজার ওপাশে আবেগী এমন রাতে ভুল করে এই পথে এসে যদি ফিরে যাও আমায় না পেয়ে তাই আমি বসে আছি দরজার ওপাশে চলে যাওয়া সেই পথে ঝিরিঝিরি বাতাসে আমার এই মন কাঁদে তোমায় না পেয়ে তাই আমি বসে আছি দরজার ওপাশে সবগুলো গান এখানে খোঁজ করলেই পাবেন ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।