আমাদের কথা খুঁজে নিন

   

আমার হিট কমেনি কেন? জবাব চাই..

"কবিতায় আর কি লিখব..যখন বুকের রক্তে লিখেছি একটি নাম...বাংলাদেশ"

সামুতে সার্ভারের কাজের পার্শপ্রতিক্রিয়ায় নাকি সব রথী মহারথী ব্লগারের হিট সংখা কমে যাচ্ছে। কৌটি হিটের কোনো কোনো ব্লগারের হিট কমে নাকি কয়েক হাজার হয়ে গেছে। অনেকে মত প্রকাশ করেছেন-- প্রচন্ড গরম থেকে বাচতে সামুর এটা কুলিং প্রকল্প। ফলে প্রবীন ব্লগারদের হিট কমে গেছে এবং প্রবীন ব্লগাররা তাদের প্রবীনত্ব হারানোতে শঙ্কিত। আমি সামুতে নবীন ব্লগার --- মানে অতি নবীন ব্লগার।

না না -- একেবারে আতুর ঘরে বসবাসকারী ব্লগার। তাই বলে আমার কি হিট লাগে না। হোক না কম হিট। আমার জন্য কমই বেশি। আমি নবীন বলে আমার জন্য কুলিং সিস্টেম থেকে সামান্য কুলিং বরাদ্দ থাকবেনা কেন? মডু জবাব চাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।