আমাদের কথা খুঁজে নিন

   

'অন্তরালের সেই পাখিটাই আমি!.........

মুন রিভার ...
একটা পাখি,উদাস উজান স্রোতে একটা পাখি ,শিশির খোঁজে রোদে।। একটা পাখি শীষ দিয়ে গান গায় একটা পাখি বৃষ্টি খোঁজে অনন্ত খরায়...... একটা পাখি,পাখায় ভালোবাসা একটা পাখির স্বপ্ন সর্বনাশা।। একটা পাখি শিরীষ ডালে অচিন হাওয়া মাখে একটা পাখি ঝাঁপ দেয় ঝাঁপ,ঘোরে ঘুর্নিপাকে...... একটা পাখি গৃহী অনুভব, একটা পাখি সব হারালো সব।। একটা পাখি যত্নে রাখে আকাশ ধুলি,স্মৃতি একটা পাখি অলক্ষ্যে সুর,বর্ষা বিধুর গীতি...... একটা পাখি,আকুল পরিযায়ী একটা পাখি,ভুলছে কথা তারই।। পরবাসী সেই পাখিটার মেঘের ডানায় কাব্য অন্তরালের অন্য পাখি,তার কথাটাও ভাববো....... ভাবনা আমায় ভাবতে দিচ্ছে না!'............
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।