আমাদের কথা খুঁজে নিন

   

আজ কি ফাইনাল



আজই কি অলিখিত ফাইনাল? আজই কি বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ? হতে পারে। আমার কাছে মনে হচ্ছে স্পেন-জার্মানি আজ সেমিফাইনালে দেখা না হলেই ভালো হত। এই দু দলের এক দলকে বাদ পড়তে হবে। ভাবতেই খুব কষ্ট হচ্ছে। পরিসংখ্যান অবশ্য জার্মানির পক্ষে।

২০ ম্যাচে ৮বার জিতেছে জোয়াকিম লোর দল। স্পেন ৬বার জিতেছে। ড্র ৬বার। তবে পল নামের জার্মান অক্টোপাসটা কিন্তু স্পেনের জেতার কথায় বলেছে। এই অক্টোপাসের কথা কিভাবে কিভাবে যেন সত্যি হয়ে যাচ্ছে।

এর আগে যেমন আর্জেন্টিনার হারের ভবিষ্যতবাণী করেছিল। এই স্পেনে ৮জনই খেলেন বার্সেলোনায়। জাভি, ভিলা, পুয়োল, ইনিয়েস্তাদের থামাতে বেশ কষ্টই হবে জার্মানির। তবে ক্লোসা, লাম, পোডলস্কি, শোয়েনস্টাইগারদের দেখেও কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠল স্পেন।

যেহেতু এর আগে কোনোদিন বিশ্বকাপ জেতেনি তারা, তাই এবার যদি স্পেন বিশ্বকাপ জিততে পারে সেটা ফুটবল-ঈশ্বরের প্রকৃত বিচারই হবে। তবে তার আগে তো ফাইনালে উঠতে হবে? আর মাত্র কয়েকঘন্টা। আর একটু না হয় অপেক্ষায় করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।