আমাদের কথা খুঁজে নিন

   

ওরা যদি এতিম হয়, আমরা তো গরু ছাগল

http://www.myspace.com/423882880/music/songs/31785002

কিছুক্ষণ আগেই ফেইসবুকে একটা স্ট্যাটাস দেখলাম। স্ট্যাটাসটি হলো, " ছাত্রলীগের দায় আওয়ামীলীগও নিবে না, সরকারও নিবেনা। তাহলে তারা বলতে পারে, জাবির ছাদ থেকে ফেলে দেয়া তরুণগুলো ছাত্রলীগের নয়, ওগুলো ফ্লাইং সসার থেকে পৃথিবীতে ছিটকে পড়েছে। ইহা একটি ডিজিটাল যুক্তি!!!" বিএনপির ডাকা হরতালে ছাত্রলীগের তান্ডব সম্পর্কে স্থানীয় পল্লী উন্নয়ন মন্ত্রী সৈয়দ আশরাফ বলেছেন, " ছাত্রলীগের দায় আমরা নিবো না"। মানে, পুরো ছাত্রলীগ এখন অভিভাবক শূণ্য।

নাকি, ভালো কাজ করলে ছাত্রলীগের দায় আমাদের, খারাপ কাজ করলে না! সরকার নিেজই কিন্তু পরোক্ষভাবে ছাত্রলীগে বিভক্তি ছড়াচ্ছে। অভিভাবকের প্রশয় ছাড়া কেউ এতো বেপরোয়া হয়ে উঠে না। খালি ভালো কাজের দায় নিয়ে সুনাম কুড়াবেন আর খারাপ কাজ করলে চোখ উল্টে ফেলবেন- সেটা কোনো ভালো অভিভাবকের কাজ না। জাবির ঘটনাকে সরকার ও তার পোষ্যরা নানান কায়দায় ব্যাখ্যা করে ফেরেশতা সাজতে পারেন কিন্তু ছাদ ফেলে দেয়া টগবগে তরুণগুলোর নিথর দেহের ঐসব দৃশ্য স্বজনদের নিশ্চয়ই ব্যথিত করেছেন। ব্যথিত করেছে পুরো জাতিকে (পুরো জাতির মধ্যে যারা গোড়ালীগ তারা ব্যতীত)।

ছাত্রলীগের অনেক ডাকসাইটে ও প্রবীণ নেতা আছেন তারাও সৈয়দ আশরাফের ঐ চোখ উল্টানো কথার প্রতিবাদ করেননি। কারণ, দলীয় সুবিধা থেকে তারা বঞ্চিত হতে চান না। দলীয় সুবিধা, ক্ষমতা ও শর্টকাট মেথডে বড়োলোক হওয়ার রাজনৈতিক কালচার তো তারাই শিখিয়েছেন ওদের। আপনারা কেন আজ চুপচাপ বসে আছেন। ১০ তলার উপর থেকে ঝাপ দিয়ে পাপমোচন করুন।

তবে ছাত্রলীগকে পুরোপুরি নিষিদ্ধ না করে তাদের দায় নিতে সরকার অস্বীকৃতি জানাতে পারে না। এসব চালাকি করে সরকার পার পাবেনা। হাজার হাজার মায়ের বুক খালি করে, তরুণ আবেগকে বিপথে পরিচালিত করে ফায়দা লোটার রাজনীতি এখনই বন্ধ করুন। তরুণদের কু-স্বার্থে ব্যবহার না করে, তাদের ব্যর্থতাকে নিজ ব্যর্থতা হিসেবে গ্রহণ করুন এবং শিক্ষাঙ্গনে পড়ালেখার সু-শৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনুন। আপনার যদি ওদের দায় নিতে না নিতে চান তাহলে তো আমরা কোন ছাই।

ওরা এতিম হলেতো আমরা গরু-ছাগল পর্যায়ের প্রাণী। দেরি হলে কিন্তু আপনারদের ব্যর্থতার দায় নিতেও জাতি অস্বীকার করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।