আমাদের কথা খুঁজে নিন

   

নিউ ইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব

এই সুযোগ এনে দিয়েছে তিন দিনব্যাপী এক চলচ্চিত্র উৎসব, যা শুক্রবার উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন।
নিউ ইয়র্ক সিটির কুইন্সে জ্যাকসন হাইটস সিনেমা হলে উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, আটলান্টিকের এপারে এই চলচ্চিত্র প্রদর্শনী বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের কাছেও বাংলা সংস্কৃতির প্রসার ঘটানোর নিরন্তর প্রয়াসে এটি অবদান রাখবে।
‘রুহানা-চ্যানেল আই ফিল্ম ফেস্টিভ্যালে’ পাঁচটি ছবি দেখানো হবে। এগুলো হচ্ছে- ঘেটুপুত্র কমলা, মনের মানুষ, গেরিলা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ও লালটিপ।
যুক্তরাষ্ট্রে প্রেক্ষাগৃহে বাংলা ছবি প্রদর্শন এটেই প্রথম না হলেও উৎসবের শুরুর দিনে হুমায়ূন আহমেদ নির্মিত ঘেটুপুত্র কমলা দেখতে অনেকেই ভিড় জমান।
দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, সঙ্গীতজ্ঞ পণ্ডিত রামকানাই, চলচ্চিত্র নির্মাতা কবির আনোয়ারও অনুষ্ঠানে ছিলেন।  
ফাতেমা সাহাব রূমার উপস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের আশরাফুল আলম খোকন,  উৎসবের পৃষ্ঠপোষক রুহানা ফুডসের মালিক শেখ রিপন রণী, টোটাল ক্যাবলের মালিক আহমেদুল ভূইয়া পুলক।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।