আমাদের কথা খুঁজে নিন

   

দুই আলোকচিত্রের তুলনা না! বাংলাদেশের মানুষ আসলে কতটুকু স্বাধীন হয়েছে?

ধর্ম ব্যবসায়ীদের কাছে ধর্ম নিরাপদ না। মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদের কাছে দেশ নিরাপদ না। নাস্তিকেরা মৌলবাদীদের থেকে উন্নত মানুষ না।
>> ৭১ সালে পাকিস্তানী বাহিনী এভাবে লুঙ্গির গিট্টু খুইলা দেখতো সে কি মুসলমান নাকি হিন্দু। যাক সেই দিন কবে গত হয়েছে......, রাস্তায় হাজার লোকের সামনে সচিবালয়ের কর্মকর্তা কে লেংটা করতে তো দেখেছে জাতি।

কিংবা বাঁধনের সেই ঐতিহাসিক ফুটুক গুলাও আমাদের জননেতা জনাব জয়নাল হাজারিদের চেতনা আলোড়িত করে ছিলো। কিংবা মতিয়া চৌধুরী কে পুলিশ বাহিনী রাস্তায় পিটিয়ে অর্ধ নগ্ন করে ছিলো। যাই হোক মতিয়া কে পুলিশের পেটানো এবং সচিবালয়ের কর্মকর্তা কে আ.লীগ বাহিনীর লেংটা করাটা রাজনীতিক। কিন্তু প্রশ্ন উপরের ছবি'র লুঙ্গি পরা লোকটা যে বাঙালী ছিলো তাতে কোন সন্দেহ নাই সে হয়তো রিক্সা চালক ছিলো। আর এখন এই দিন বদলের ২০১০ সালে ঠিক উপরের ছবিটার চেয়ে ও নির্মম ভাবে আমাদের নিজেদের বাহিনী লুঙ্গি না পেন্টু খুলছে টেক্সি চালকের!!!! নৌকা মার্কার আওয়ামী পুলিশ মনে হয় চেক করছে সে জামাত, শিবির অথবা যুদ্ধাপরাধী কি না? নাকি বিএনপি? এখন আমার প্রশ্ন হলো জামাত, শিবিরের পুরুষ লিঙ্গ কি সুন্নতে খাতনা অনুসারে কাটা হয় নাকি আরেকটু বেশী? অথবা বিএনপির এদের কি পুরাটা কাইটা পালানো হয়? এই সব আমার আজগুবি কথাবার্তা।

কিন্ত নিরীহ অথবা অপরাধী টেক্সিক্যাব চালকটা কি কম সম্মানহানী হয়েছে উপরের ছবিটার থেকে?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।