আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দর এই দেশটার কি হবে



সুন্দর এই দেশটার সরকার গুলো কেন এত অসুন্দর ....? ভাবলাম প্রতিহিংসার রাজনীতি বোধহয় শেষ তাই নৌকার জয় জয়কার তাতে আমি অধম ও সামিল ।কিন্তু কোথায় কি নৌকার লোকররাতো ধরেই নিয়েছে তারা সারা জীবনের জন্য এসেছে, কিন্তু এখানে কেউ কোন দিন এভাবে থাকতে পারেনি পারবে ও না। ১।পুলিশ খুন করছে জনগনকে অথচ তারা জনগনের বন্ধু! ২।পুলিশ কার আদেশে আবাল বৃদ্ধ বনিতা সবাইকে পেটায় তাও পরিস্কার না ৩। অসাধারন মেধাবী ছাত্র কে খুন করা হলো তার সুবিচার কি হবে এখন ও কেউ জানল না জানতে পারবে কিনা তার ঠিক নাই,অথচ রাজনীতিতে সাধারন কেউ মারা গেলেও ভি আই পি রা অস্থির হয়ে ওঠে, আপনারা রাজনীতিবিদরা যা খুসি করেন কিন্তু আমাদের সাধারনদের কথা একটু ভাবুন তা না হলে ডিজিটাল এনালগ কোনটাই সফল হবেনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।