আমাদের কথা খুঁজে নিন

   

একটি ফান পোস্ট (শুধু মাত্র বাংলাদেশী সমর্থকদের জন্য)

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

এটি শুধু মাত্রই একটি ফানপোস্ট। আশা করি, সকল দেশের সমর্থকেরাই এটি পছন্দ করবেন। একবার ব্রাজিল, আর্জেন্টিনা, ইটালী, ফ্রান্স, হল্যান্ড, স্পেন, ইংল্যান্ড, জার্মানী, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তানকে নিয়ে একটি নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো। নকআউট টুর্নামেন্টের খেলার ফিকচার তৈরি করতে দেয়া হলো একজন খেলোয়াড়কে।

তাঁর তৈরী ফিকচার অনুযায়ী টুর্নামেন্টটি হলো এই রকম - ১ম রাউন্ড: ব্রাজিল বনাম ভুটান। খেলার ফল - ব্রাজিল জয়ী। আর্জেন্টিনা বনাম মালদ্বীপ। খেলার ফল - আর্জেন্টিনা জয়ী। ইটালী বনাম আফগানিস্তান।

খেলার ফল - ইটালী জয়ী। ফ্রান্স বনাম শ্রীলংকা। খেলার ফল - ফ্রান্স জয়ী। হল্যান্ড বনাম পাকিস্তান। খেলার ফল - হল্যান্ড জয়ী।

স্পেন বনাম নেপাল। খেলার ফল - স্পেন জয়ী। ইংল্যান্ড বনাম ভারত। খেলার ফল - ইংল্যান্ড জয়ী। জার্মানী বনাম বাংলাদেশ।

খেলার ফল - জার্মানী জয়ী। ------------------------------------------------------- কোয়ার্টার ফাইনাল: ব্রাজিল বনাম জার্মানী। খেলার ফল - ব্রাজিল জয়ী। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। খেলার ফল - আর্জেন্টিনা জয়ী।

ইটালী বনাম স্পেন। খেলার ফল - ইটালী জয়ী। ফ্রান্স বনাম হল্যান্ড। খেলার ফল - ফ্রান্স জয়ী। ---------------------------------------------------- সেমি-ফাইনাল: ব্রাজিল বনাম ফ্রান্স।

খেলার ফল - ব্রাজিল জয়ী। আর্জেন্টিনা বনাম ইটালী। খেলার ফল - আর্জেন্টিনা জয়ী। ---------------------------------------------------- ফাইনাল: ব্রাজিল বনাম আর্জেন্টিনা। খেলার ফল - ফাইনালে বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ার কারণে ম্যাচ পরিত্যাক্ত ও আর্জেন্টিনা-ব্রাজিল দুই দেশকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা।

---------------------------------------------------- কয়েক মাস পরে এই দলগুলোকে নিয়েই আরেকটি নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। এবারের টুর্নামেন্টটির ফিকচার তৈরি করতে দেয়া হলো বাংলাদেশের একজন রাজনীতিবিদকে। তাঁর তৈরি ফিকচার অনুযায়ী নকআউট টুর্নামেন্টটি হলো এই রকম - ১ম রাউন্ড: ব্রাজিল বনাম জার্মানী। খেলার ফল - ব্রাজিল জয়ী। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড।

খেলার ফল - আর্জেন্টিনা জয়ী। ইটালী বনাম স্পেন। খেলার ফল - ইটালী জয়ী। ফ্রান্স বনাম হল্যান্ড। খেলার ফল - ফ্রান্স জয়ী।

বাংলাদেশ বনাম ভুটান। খেলার ফল - বাংলাদেশ জয়ী। ভারত বনাম মালদ্বীপ। খেলার ফল - ভারত জয়ী। নেপাল বনাম আফগানিস্তান।

খেলার ফল - নেপাল জয়ী। পাকিস্তান বনাম শ্রীলংকা। খেলার ফল - পাকিস্তান জয়ী। ------------------------------------------------------- কোয়ার্টার ফাইনাল: ব্রাজিল বনাম ফ্রান্স। খেলার ফল - ব্রাজিল জয়ী।

আর্জেন্টিনা বনাম ইটালী। খেলার ফল - আর্জেন্টিনা জয়ী। বাংলাদেশ বনাম পাকিস্তান। খেলার ফল - বাংলাদেশ জয়ী। ভারত বনাম নেপাল।

খেলার ফল - ভারত জয়ী। ---------------------------------------------------- সেমি-ফাইনাল: ব্রাজিল বনাম আর্জেন্টিনা। খেলার ফল - ব্রাজিল জয়ী। বাংলাদেশ বনাম ভারত। খেলার ফল - বাংলাদেশ জয়ী।

---------------------------------------------------- ফাইনাল: বাংলাদেশ বনাম ব্রাজিল। খেলার ফল - ফাইনালে বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ার কারণে ম্যাচ পরিত্যাক্ত ও বাংলাদেশ-ব্রাজিল দুই দেশকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.